চিনের জনসংখ্যা নীতি (Population Policy of China)
চিন বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 19.37% এই দেশে বসবাস কার এই দেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। কিন্তু অত্যধিক জনসংখ্যার চাপ অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত করত একটা সময়। বর্তমানে অর্থনৈতিক দিক দিয়েও চিন বিশ্বে শক্তিশালী দেশগুলির মধো অনায় কেবল ভারত এবং চিন এই দুটি রাষ্ট্রেই এশিয়া মহাদেশের অর্ধেক লোক বসবাস করেন।
চিনে কমিউনিস্ট শাসনের প্রথম দিকে জনসংখ্যা বৃদ্ধির হার বেশ বেশি ছিল (2.88%)। এই য সরকারিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কোনো নির্দিষ্ট কর্মসূচি গৃহীত হয়নি। তবে পরবর্তীকালে ক্রমবর জনসংখ্যার চাপের ফলে কমিউনিস্ট শাসকদল সুনির্দিষ্ট জনসংখ্যা নীতি অবলম্বন করেছিল। মৃত্যুহার ন যাওয়া এবং স্বাস্থ্যগতদিক থেকে অনেক সুযোগ-সুবিধা পাওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধির হার খুব দ্রুত ছি অর্থাৎ, ভারতের মতো চিনেও জনবিস্ফোরণ অবস্থা তৈরি হয়। এই অবস্থা নিয়ন্ত্রণের জন্য চিন সরব পরিবার নিয়ন্ত্রণে অধিক গুরুত্ব আরোপ করেছিল।
1980 দশকের শুরুতে চিনের জনসংখ্যা ছিল প্রায় 96 কোটি। পরিবার পরিকল্পনার নীতি কঠোরভা এই সময় থেকে সরকারিভাবে প্রয়োগ শুরু হয়। চিনের জনসংখ্যা বর্তমানে প্রায় 134 (2011) কোটি। যা প্রায় প্রতি বছর মোট জনসংখ্যার সঙ্গে প্রায় 1.4 কোটি জনসংখ্যার সংযোগ ঘটছে.