welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারতের জনসংখ্যা[Population of India)

ভারতের জনসংখ্যা[Population of India)


ভূমিকা (Introduction):

মানুষ সম্পদ সৃষ্টি করে তার চাহিদাগুলি পূরণের জন্য। অর্থাৎ মানুষ সম্পদ ভোগও করে। মানুষের উদ্যোগ ছাড়া নিরপেক্ষ বস্তু সম্পদে পরিণত হতে পারে না। মানুষ একাধারে সম্পদের স্রষ্টা এবং ভোক্তা। জিমারম্যান একে মানুষের দ্বৈত সত্তা (Dual role) বলেছেন। স্বাভাবিকভাবে কোনো দেশের সম্পদ উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়ন সেই দেশের জনসংখ্যা এবং জনগণের সংস্কৃতির ওপর নির্ভরশীল।

ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। ভারতের এই বিপুল জনসংখ্যা সারা দেশে সমভাবে ছড়িয়ে নেই। বরং জনসংখ্যার অসম বণ্টন এই দেশের জনবসতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভারতের যেসব অঞ্চলে নানাবিধ অর্থনৈতিক ক্রিয়াকলাপের সুযোগ আছে, সেইসব অঞ্চলে ঘনবসতি লক্ষ করা যায়। এর ফলে অত্যন্ত ঘনবসতিযুক্ত অঞ্চলে অধিক জনসংখ্যাজনিত নানাবিধ সমস্যার উদ্ভব ঘটে। পরিবেশেরও অবনতি ঘটে। অনেকে মনে করেন জনসংখ্যার অসম বণ্টন ভারতের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে।


ভারতের জনসংখ্যা এবং জনসংখ্যা বিষয়ক তথ্যসমূহ:

(১) 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী । মার্চ 2011 খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা 121.01 কোটি।

(২) বর্তমানে পৃথিবীর ও জন মানুষের একজন ভারতীয়।

(৩) পৃথিবীর মোট স্থলভাগের 2.4% ভারতে অবস্থিত, কিন্তু পৃথিবীর মোট জনসংখ্যার 16% ভারতে বসবাস করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01