জনসংখ্যার গতিশীলতা [Population Dynamics]
ভূমিকা (Introduction):
জনসংখ্যা ভূগোলের (Population Geography) অন্যতম আলোচ্য বিষয় হল মানুষকে নিয়ে আলোচনা করা। ভূপৃষ্ঠের প্রায় সর্বত্রই মানুষের বাসভূমি দেখা যায়, কোথাও কোথাও কম বসতি, কোথাও মাঝারি জনবসতি আবার কোথাও বা অত্যন্ত ঘন জনবসতি গড়ে ওঠেছে। আবার স্থান, কালভেদে জনসংখ্যা গতিশীল প্রকৃতির হয়ে থাকে। জনসংখ্যা, জন্মমৃত্যু হার, পরিব্রাজন প্রভৃতি কারণে জনসংখ্যা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে না, এজন্য জনসংখ্যা গতিশীল চরিত্রের হয়, অনুকূল পরিবেশ এবং উপযুক্ত সম্পদের প্রাচুর্যের ওপর নির্ভর করে জনসম্পদের বণ্টন। তাই পৃথিবীর সর্বত্র জনসম্পদের বণ্টন সমান হারে দেখা যায় না।
জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে ধারণা (Concept of Population Density):
কোনো দেশ বা অঞ্চলে প্রতি বর্গকিমিতে যতজন লোক বসবাস করে, তাকে জনঘনত্ব বলা হয়। অতএব ,জনবসতির ঘনত্ব মোট জনসংখ্যা মোট আয়তন
2001 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা হল 102 কোটি 87 লক্ষ 37 হাজার 436 জন। ভারতের আয়তন 32 লক্ষ 87 হাজার 263 বর্গকিমি। অতএব ভারতের জনঘনত্ব হল 325 জন প্রতি বর্গকিমি, অর্থাৎ ভারতে প্রতিবর্গকিমিতে 325 জন লোক বসবাস করেন। বর্তমানে 2011 আদম শুমারি অনুসারে ভারতের জনসংখ্যা 121 কোটি 1 লক্ষ 93 হাজার 422 জন। সুতরাং, এই জনঘনত্ব বর্তমানে বৃদ্ধি হয়েছে 382 জন প্রতি বর্গকিমি।
পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য দেশের জনঘনত্ব (রাষ্ট্রসংঘ নির্ণীত 2010) নিম্নরূপ-
(1) আমেরিকা যুক্তরাষ্ট্রে 33 জন প্রতি বর্গকিমি।
(ii) চিন 141 জন/বর্গকিমি.
(iii) রাশিয়া ৪ জন/বর্গকিমি.