welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারতের জনঘনত্ব (Population Density)

ভারতের জনঘনত্ব (Population Density)


কোনো দেশ বা অঞ্চলের প্রতি বর্গকিমিতে যতজন লোক বসবাস করে, তাকে জনঘনত্ব বলা হয়।

অতএব, জনবসতির ঘনত্ব = মোট জনসংখ্যা মোট আয়তন

2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা 121 কোটি। ভারতের আয়তন প্রায় ১০ লক্ষ বর্গ কিমি। অতএব ভারতের গড় জনঘনত্ব হল 382 অর্থাৎ ভারতে প্রতি বর্গ কিমিতে 382 জন লোর বসবাস করে।

জনঘনত্ব অনুযায়ী ভারতবর্ষকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা যেতে পারে-

1. অত্যন্ত ঘনবসতিযুক্ত অঞ্চল (প্রতি বর্গ কিমিতে 500 বা তার অধিক)।

2. ঘনবসতিযুক্ত অঞ্চল (প্রতি বর্গ কিমিতে 201 থেকে 500 জন)।

3. মধ্যম বসতিযুক্ত অঞ্চল (প্রতি বর্গ কিমিতে 101 থেকে 200 জন)।

4. বিরল বসতিযুক্ত অঞ্চল (প্রতি বর্গ কিমিতে 50-100 জন)।

5. অতিবিরল বসতিযুক্ত অঞ্চল (প্রতি বর্গ কিমি 50 জনের কম)।

1. অত্যন্ত ঘনবসতিযুক্ত অঞ্চল: ভারতের যেসব অঞ্চলে প্রতি বর্গ কিমিতে 500 জনের মানুষ বসবাস করেন সেইসব অঞ্চল সর্বাধিক ঘনবসতিপূর্ণ।

• অঞ্চলসমূহ: (1) দিল্লি, (ii) কেরল, (iii) পশ্চিমবঙ্গ, (iv) উত্তরপ্রদেশ, (v) বিহার, (vi) চন্ডীগড়, (vii) লক্ষদ্বীপ, (viii) পুদুচেরী।

★ কারণ: পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ, বিহার কৃষি, শিল্প ও ব্যাবসাবাণিজ্যের সমৃদ্ধি এবং নগরায়ণের জন্য অত্যন্ত ঘনবসতিপূর্ণ। দিল্লি এবং চন্ডিগড় রাজধানী শহর। নানাবিধ অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই দুটি শহরকে জনবহুল করে তুলেছে।

2. ঘনবসতিযুক্ত অঞ্চল: ভারতের যেসব অঞ্চলে প্রতি বর্গ কিমিতে 201-500 জন মানুষ বসবাস করেন ওইসব অঞ্চল ঘনবসতিপূর্ণ।

• অঞ্চলসমূহ: (1) পাঞ্জাব, (ii) হরিয়ানা, (iii) গোয়া, (iv) তামিলনাড়ু, (v) অসম, (vi) ঝাড়খন্ড, (vii) ত্রিপুরা, (viii) মহারাষ্ট্র, (ix) অন্ধ্রপ্রদেশ, (x) কর্নাটক, (xi) গুজরাট, (xii) ওডিশা। এ ছাড়া দাদরা, নগর-হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্গত।

★ কারণ: (i) গোয়া, ঝাড়খন্ড, ওডিশা, কর্ণাটক খনিজ সম্পদে সমৃদ্ধ (ii) গুজরাট ও মহারাষ্ট্রে বস্ত্রশিল্প, রাসায়নিক শিল্প, পেট্রোরসায়ন শিল্প ও ইঞ্জিনিয়ারিং শিল্পের বিস্তৃতি। (iii) পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যগুলি কৃষিজ সম্পদ উৎপাদনে অগ্রণী রাজ্য।

3. মধ্যম বসতিযুক্ত অঞ্চল: ভারতের যেসব অঞ্চলে প্রতি বর্গ কিমিতে 101-200 জন মানুষ বসবাস করেন, ওইসব অঞ্চল মধ্যম বসতিযুক্ত।

• অঞ্চলসমূহ: মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশে, রাজস্থান, উত্তরাঞ্চল, মেঘালয়, মণিপুর এবং নাগাল্যান্ড।

★কারণ : (i) রাজস্থানের শুদ্ধ ও চরমভাবাপন্ন জলবায়ু। (ii) মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, উত্তরাঞ্চল এবং হিমাচল প্রদেশে বন্ধুর পার্বত্য ভূমির উপস্থিতি ও কৃষিজমির অভাব।

4. বিরল বসতিযুক্ত অঞ্চল: ভারতের যেসব অঞ্চলে 51-100 জন মানুষ বসবাস করেন সেগুলি বিবরণ বসতি অঞ্চল। 

•অঞ্চলসমূহ: জম্মু ও কাশ্মীর, সিকিম।

★কারণসমূহ:

(i) জম্মু ও কাশ্মীরের, সিকিমের বন্ধুর পার্বত্যভূমি ও অনুর্বর মৃত্তিকা।

(ii) মূল্যবান খনিজ সম্পদের অভাব।

(iii) ভারী ও বৃহদায়তন শিল্পের অভাব।

5. অতি বিরল বসতিযুক্ত অঞ্চল: ভারতের যেসব অঞ্চলে প্রতি কিমিতে 50 জনেরও কম মানুষ বসবাস করেন, সেগুলি অতিবিরল বসতিযুক্ত অঞ্চল।

• অঞ্চলসমূহ: অরুণাচল প্রদেশ, মিজোরাম, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।

কারণসমূহ:

(i) বন্ধুর পার্বত্য অঞ্চল।

(ii) কৃষি ও শিল্পের অনগ্রসরতা।

(iii) মধ্যভাগের গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে অধিক দূরত্ব। 



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01