welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ধর্মভিত্তিক জনসংখ্যা(Population by Religion)

ধর্মভিত্তিক জনসংখ্যা(Population by Religion)


ধর্মভিত্তিক জনসংখ্যা শ্রেণীবিভাগটি তে দেখা যায় ভারতের জনসংখ্যার ৭৯.৮০% হিন্দু (২০১১)। ১৯৪৭খ্রিস্টাব্দে ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন হয়। তবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতে মুসলমান জনসংখ্যার স্থান দ্বিতীয় ১৪.২৩%। উল্লেখযোগ্য সংখ্যায় আছেন খ্রীষ্টান (২.৩%), শিখ (১.৭২%), বৌদ্ধ (০.৭%), এবং জৈন (০.৪%)। এছাড়াও রয়েছেন অন্যান্য ধর্মাবলম্বী কম বেশি জনসংখ্যা 

মুসলিমঃ ২০০১ সেন্সাস অনুযায়ী ভারতীয় মুসলমান জনসংখ্যা ১৩.৮২ কোটি। জম্মু ও কাশ্মীর এবং লাক্ষাদ্বীপের অধিকাংশ জনসংখ্যাই মুসলিম। এছাড়া অন্যতম প্রধান ধর্মাবলম্বী হিসেবে রয়েছেন আসামে ৩০.৯ %, পশ্চিমবঙ্গে ২৫.২%, কেরালায় ২৪.৭%, উত্তরপ্রদেশে ১৮.৫% ও বিহারে ১৬.৫%। এছাড়া ভারতবর্ষে অন্যান্য সব রাজ্যেই কম-বেশি মুসলমান জনসংখ্যা ছড়িয়ে রয়েছে।

খ্রিস্টান: খ্রিস্টান জনসংখ্যা ২০০১ এর সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে ২.৪১ কোটি। ভারতের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলির মধ্যে রয়েছে নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরামের অধিকাংশ জনসংখ্যা। এছাড়া অন্যতম প্রধান জনবসতি হিসেবে রয়েছে মনিপুর ৩৪%, গোয়া ২৬.৭%, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ২১.৭%, কেরালা ১৯%, অরুণাচলপ্রদেশ ১৮.৭%। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছাড়াও ভারতবর্ষে অন্যত্র খ্রিস্টান জনসংখ্যা কম বেশি বসবাস করে।

শিখঃ ভারতের ধর্মাবলম্বী জনসংখ্যা হিসেবে হিন্দু, মুসলমান, খ্রিস্টানদের পরেই শিখদের স্থান। পাঞ্জাবের অধিকাংশ জনসংখ্যাই শিখ। রাজ্যের ৭৫% জনসংখ্যা বা রাজ্যের ৩/৪ জনসংখ্যা শিখ। অন্যান্য প্রধান রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলির মধ্যে রয়েছে চন্ডীগড় ১৬.১%, হরিয়ানা ৫.৫%, দিল্লী ৩%, উত্তরাখান্ড ২.৫ শতাংশ, জম্মু-কাশ্মীর ২%। শিখ ধর্মাবলম্বী জনসংখ্যা ভারতের অন্যান্য রাজ্যেও কম বেশি ছড়িয়ে রয়েছে।

বৌদ্ধ ধর্মঃ ভারতের বৌদ্ধ ধর্মাবলম্বীগণ জনসংখ্যার বিচারে পঞ্চম। দেশে প্রায় ৭৯.৬ লক্ষ বৌদ্ধ ধর্মাবলম্বী জনসংখ্যা হয়েছেন ২০০১ সেন্সাস অনুসারে। বৌদ্ধধর্ম মুখ্য এরুপ রাজ্য মহারাষ্ট্র ৫৮.৩৩%, এছাড়া প্রধান ধর্মাবলম্বী রয়েছেন সিকিমে ২৮.১%, অরুণাচল প্রদেশে ১৩%, মিজোরাম ৭.৯%। এছাড়া আসাম, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে কম-বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী জনসংখ্যা রয়েছে।

জৈন ধর্ম: ভারতের জৈন ধর্মাবলম্বীগণ জনসংখ্যার বিচারে ষষ্ঠ। মোট ৪২.২৫ লক্ষ জনসংখ্যা জৈন ধর্মাবলম্বী। এককভাবে আঞ্চলিক প্রাধান্য নেই তবে, মহারাষ্ট্রে ১.৩%, রাজস্থানে ১.২%, দিল্লীতে ১.১% গুজরাটে ১% এ রাজ্যগুলিতে উল্লেখযোগ্য জনসংখ্যায় জৈন ধর্মাবলম্বীরা বাস করে। ভারতবর্ষে অন্যান্য রাজ্যে কম-বেশি জৈন ধর্মাবলম্বী জনসংখ্যা রয়েছে।

পার্সিঃ পার্সি জনগোষ্ঠী ভারতবর্ষে অন্যতম ধর্মাবলম্বী হলেও জনসংখ্যার বিচারে খুবই অল্প লোক, ৬৯.৬ হাজার জনসংখ্যা মাত্র (২০০১)। অধিকাংশ পার্সি জনসংখ্যা রয়েছেন মুম্বাই শহরে। পার্শি জনসংখ্যার ৯০%-ই প্রায় মুম্বাই শহরে বসবাস করেন। এছাড়া গুজরাটের সুরাটেও বেশকিছু পার্সি জনসংখ্যা রয়েছেন। অন্যত্র পার্শি জনসংখ্যা খুবই সামান্য।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01