ভারতের জনসংখ্যা বৃদ্ধির ধরন (Patterns of Population growth of India)
কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর দ্বারা দেশের জনসংখ্যা এবং জনবসতির প্রিভিন্ন সময়ের পরিবর্তন সম্পর্কে অবহিত হওয়া যায়; জনসংখ্যার এবং জনবসতি সম্পর্কিত বিষয়গুলির সম্ভাব্য বিষয়গুলির সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে অনুমান করা যায়।
বিংশ শতাব্দীর সূচনা থেকেই ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভারতের জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি বিশেষ উল্লেখযোগ্য-
(ক) 1901 খ্রিস্টাব্দে ভারতের মোট জনসংখ্যা ছিল 23.8 কোটি। ঠিক 100 বছর পরে জনসংখ্যা দাঁড়ায় 102.70 কোটি।
(খ) কেবলমাত্র 1901 খ্রিস্টাব্দ থেকে 1921 খ্রিস্টাব্দের পূর্বে ভারতের জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল ধীর গতিতে। বারবার মহামারি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব প্রভৃতি সমস্যা জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। 1918-1919 খ্রিস্টাব্দে প্রধানত ইনফ্লুয়েঞ্জার মহামারিতে সারা দেশের মোট জনসংখ্যার 5 শতাংশ মারা যায়। 1921 খ্রিস্টাব্দের পর জনসংখ্যা বৃদ্ধি দ্রুতগতিতে ঘটতে থাকে।
(গ) 1921-1931 খ্রিস্টাব্দ পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 11%, 1931-1941 খ্রিস্টাব্দে জনসংখ্যা বৃদ্ধির হার 13.31% 1950-51 খ্রিস্টাব্দে। 1951-1961 খ্রিস্টাব্দে জনসংখ্যা বৃদ্ধির হার 21.6%। জনসংখ্যার বৃদ্ধির এই হ্রাসের কারণ দুর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা এবং দাঙ্গা। 1961-1971 খ্রিস্টাব্দ পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার দাঁড়ায় 24.8%। 2001-2011 খ্রিস্টাব্দে জনসংখ্যা বৃদ্ধির হার 17.64%।
(ঘ) 1971 খিস্টাব্দের পর বৃদ্ধির হার সামান্য হ্রাস পায়। বিগত তিনটি আদমশুমারি (1991, 2001, 2011) বিশ্লেষণ করলে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধির হার 23.87% থেকে হ্রাস পেয়ে 17.64% দাঁড়িয়েছে। কিন্তু মোট জনসংখ্যার পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলো।
(ঙ) 2001-2011 এই 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার সারা দেশে সমানভাবে হয়নি। নাগ্যাল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধির হার এই দশ বছরে ছিল সর্বাধিক প্রায় 64.53%। কিন্তু 2011 খ্রি. কমে দাঁড়িয়েছে -0.47% যা অভূতপূর্ব। অন্যদিকে দিল্লি এবং চন্ডীগড়ের হার ছিল যথাক্রমে 47.02% এবং 40.28%1