গ্রামীণ বসতির বিন্যাস (Pattern of Rural Settlement):
গ্রামীণ বসতির বিন্যাস বলতে বোঝায় বসতিগুলির পারস্পরিক অবস্থানের ভিত্তিতে উৎপন্ন নকশা। বসতিগুলি কখনো পরস্পর থেকে বেশ দূরে দূরে অবস্থান করে, কখনো বা অত্যন্ত কাছাকাছি অবস্থিত করে। এমনকি একই স্থানে প্রথম অবস্থায় বসত বাড়িগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকত, কিন্তু পরবর্তীকালে আর্থসামাজিক সুযোগ-সুবিধা এবং অন্যান্য অনুকূল অবস্থার ওপর নির্ভর করে ওই একইস্থানে গোষ্ঠীবদ্ধ বসতির উদ্ভব ঘটে।
সবিন্যাসের ওপর নির্ভর করে গ্রামীণ বসতিকে গোষ্ঠীবদ, বিচ্ছিন্ন, দন্ডাকার বা রৈখিক বসতি প্রভৃতি শ্রেণিতে ভাগ করা হয়।