অধিক জনসংখ্যা বা জনাকীর্ণতা (Over Population)
• সংজ্ঞা (Definition): কোনো দেশের জনসংখ্যা মোট সম্পদের তুলনায় অধিক হলে জনাকীর্ণতা বলা হয়। অর্থাৎ, কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যার তুলনায় অধিক হলে তাকে জনাকীর্ণতা বলা হয়।
জনাকীর্ণ অবস্থা দেখা দিলে কোনো দেশের কার্যকর জমির পরিমাণ কমে যায়। কিন্তু জনসংখ্যা সেই ইলনায় বেশি থাকে। কৃষিজমির ওপর মানুষের চাপ আরও বৃদ্ধি পেতে থাকে। শ্রমশক্তি উদ্বৃত্ত হয় এবং শ্রম সম্পদের অপচয় ঘটে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিতে ধনার্জীর্ণতার সমস্যা (Problems of over population) অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে ।
(b) বিবাহের বয়সের নিম্নসীমার পরিমাণ বাড়ানো হয়েছে।
চিনের সংবিধানের 25নং ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে, দেশের আর্থসামাজিক উন্নয়নের ধারার সলো সামঞ্জস্য রেখে জনসংখ্যানীতি বা পরিবার পরিকল্পনার নীতি গ্রহণ করতে হবে। প্রথম শিশু জন্মালে যেমন দম্পতিদের পুরস্কৃত করা হয় তেমনি দ্বিতীয় শিশুর জন্ম দিলে ওই শিশুকে দূরের কোনো স্কুলে ভরতি করতে হয়। ফলে দম্পতিগণ দ্বিতীয় শিশু নেওয়ার সাহস দেখান না।
বৈশিষ্ট্য (Characteristics):
(i) মানুষ-জমি অনুপাত কাম্য জনসংখ্যার চেয়ে বেশি হয়।
(ii)শ্রমশক্তির উদ্বৃত্ত হয় বলে প্রচ্ছন্ন বেকারত্ব সৃষ্টি হয়।
(iii) কৃষি জমির ওপর জনসংখ্যার চাপ ক্রমশ বৃদ্ধি পায়।
(iv) মাথাপিছু সম্পদের জোগান ও ব্যবহারের পরিমাণ হ্রাস পায়।
(v) সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের গুণগত মানের অবক্ষয় ঘটে।
(vi) দেশে জনবিস্ফোরণ ঘটে।
(vii) জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত হয়।
বেবি বুম (Baby Boom):
একসঙ্গে যদি অনেক শিশুর জন্ম হয় তখন তাকে 'বেবি বুম' বলে। চিনের উদাহরণ এ প্রসঙ্গো বিশেষভা উল্লেখযোগ্য। 2007 খ্রিস্টাব্দের আগষ্ট মাসটি জ্যোতিষশাস্ত্রের দিক দিয়ে শুভ বিবেচিত হয়েছে। এর ফ বেশিরভাগ ভাবী পিতা-মাতা সন্তান জন্মের সম্ভাবনা পিছিয়ে দেন। এমনকি প্রশাসনিক দিক থেকেও বিদে ব্যবস্থার সাহায্যে এই মাসে অধিক সন্তান জন্মদানের বিশেষ ব্যবস্থা করা হয়।
আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা যায় যে, দীর্ঘকাল পরে সৈন্যরা বাড়ী ফিরে আসলে একই সা অধিক শিশুর জন্ম হয়েছিল, যা পূর্ববর্তী বছরগুলির তুলনায় অনেক বেশি।
ফিকানডিটি (Fecundity):
ফিকানডিটির মাধ্যমে সন্তানধারণ এবং জন্মদান ক্ষমতাকে বোঝানো হয়। জীবিত শিশুর জন্মদানে সাজ হল প্রজনন বা ফার্টিলিটি কিন্তু সন্তানধারণ এবং জন্মদানের ক্ষমতা হল ফিকানডিটি। কারণ অনেকাজে মাতৃগর্ভেই শিশুর মৃত্যু ঘটে।
গোত্রপুঞ্জের ধারণা (Concept of Cohort):
রোমান সৈন্যদলের ইউনিটকে কোহর্ট বলা হয়। একই শ্রেণির অন্তর্গত ব্যক্তিসমূহের দ্বারা একই গা শৃঙ্খলাবদ্ধ এবং সুসংহত কার্যকলাপ সংগঠিত হবে। এটি হল কোহর্টের মূল ধারণা। একটি নির্দিষ্ট সূচ্যা ভিত্তিতে চিহ্নিত মানবগোষ্ঠীকে কোহর্ট বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়- 0-5 বছর বয়সের শিশু গোষ্ঠী, কোন নির্দিষ্ট দিনে জন্মলাভ করেছে এমন শিশুদের গোষ্ঠী প্রভৃতি।
কোহর্ট বিশ্লেষণের ক্ষেত্রে জনসংখ্যাকে 5-10 বছরের এক একটি শ্রেণিতে ভাগ করা হয়। ধরা কোন দেশের জন্মহার কিংবা মৃত্যুহার বিশ্লেষণের ক্ষেত্রে জনসংখ্যার বয়সভিত্তিক শ্রেণি দরকার হয়।