ইসলাম ধর্মের উৎপত্তি ও বিকাশ (Origin and spread of Islam)
বর্তমান পৃথিবীতে 600 মিলিয়ন বা তার কিছু বেশি লোক ইসলাম ধর্মের অনুরাগী। উত্তর আফ্রিকা থেকে মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ইসলাম ধর্মের প্রসার ঘটেছে। এই বলয়ের মধ্যে আফ্রিকার মরক্কো থেকে এশিয়ার পাকিস্তান পর্যন্ত দেশগুলিতে ইসলাম ধর্ম দেখা যায়। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও অধিকাংশ মানুষ ইসলাম সম্প্রদায়ের অন্তর্গত।
A.D. 622-তে হজরত মহম্মদ তাঁর প্রথম অনুগামীকে নিয়ে মক্কা থেকে মদিনা যাত্রা করেন। এই সময় থেকে ইসলামিক ক্যালেন্ডার (Hegira) বলে। ইসলাম ধর্ম আদমকে পৃথিবীর প্রথম মানুষ বলে মনে করে। আব্রাহাম ছিল তাঁর বংশধর। আব্রাহামের সঙ্গে সারার বিবাহ হয়েছিল। সারার কোনো সন্তান না থাকায় হাগারের সঙ্গে আব্রাহামের পুনরায় বিবাহ হয়েছিল। ইসমাইল নামে হাগারের এক সন্তান ছিল, পরে সারার গর্তে ইসাক (Isaac) নামে পুত্র সন্তান জন্মায়। এবার সারার প্রবল চাপে আব্রাহাম ইসমাইল ও হাগারকে নির্বাসন দিয়েছিলেন। ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তাঁদের ধর্মের উৎপত্তি ইসাকের মাধ্যমে এসেছে বলে মনে করেন। মুসলিমরা মনে করেন তাঁদের ধর্ম ইসমাইলের মাধ্যমে এসেছে। ইসমাইল ও হাগার মক্কায় চলে আসেন।
ইসমাইলের বংশধর হজরত মহম্মদ 622 EC-তে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা করেন।
ইসলাম ধর্মের প্রসার:
পৃথিবীর উয় মরু অঞ্চল থেকে ইসলাম ধর্মের উৎপত্তি ও বিস্তার শুরু হয়েছিল যার প্রমাণ কোরাণে পাওয়া যায়। উত্তর আফ্রিকা থেকে এশিয়ায় কেন্দ্রস্থল পর্যন্ত উয় মরু অঞ্চলে ইসলাম ধর্মের বিস্তার ঘটে। কিন্তু উয় ক্রান্তীয় অঞ্চলে বিশেষ করে পূর্ব আফ্রিকার উপকূল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইসলাম ধর্মেরও প্রসার ঘটেছিল। এর ব্যাখ্যা হিসেবে ঐতিহাসিক ও ভৌগোলিকগণ মনে করেন যে, "এই সময় বাণিজ্যের পথ ছিল মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার কেন্দ্রস্থল দিয়ে উত্তর চিন পর্যন্ত। তাই পথেই ইসলাম ধর্মেরও বিস্তার ঘটেছিল। আরব থেকে আফ্রিকা, ভারত, মালাক্কা থেকে জাভা এমনকি চিন পর্যন্ত সমুদ্রপথে বাণিজ্য চলত। ফলে এই অঞ্চলগুলিতেই অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুরাগী হয়েছিলেন। অষ্টাদশ শতকে আরব মুসলিম ব্যবসায়ীগণ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাণিজ্য করতে এসে ইসলাম ধর্মের বাণী প্রচার করতেন।
পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন ইন্দোনেশিয়াতে। এখানে 20 কোটিরও বেশি মুসলিম আছেন। ভারতে 18 কোটি, পাকিস্তানে 13 কোটি, বাংলাদেশে 11 কোটি, নাইজেরিয়াতে 6 কোটির বেশি, রাশিয়ায় 6 কোটি এবং চিনে প্রায় 5 কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।
ইসলাম ধর্মের শাখা:
মুসলিম সম্প্রদায়ের প্রধান দুটি শাখা হল- সুন্নী (Sunni) এবং শিয়া (Shiahs)। সুন্নি সম্প্রদায় মনে করতেন যে, খলিফা নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করা উচিত। কিন্তু শিয়া সম্প্রদায় আলির উত্তরাধিকারিদের নেতা বলে মানতেন। পশ্চিমি সভ্যতার সঙ্গে ইসলাম ধর্মের বিরোধ চলেছিল কিছু সময় ধরে যা থেকে পরবর্তীকালে সন্ত্রাসবাদী আন্দোলন গড়ে উঠেছে।