welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

হিন্দুধর্ম ধর্মের উৎপত্তি ও বিকাশ (Origin and spread of induism) (4000 to 2500 BCE)

হিন্দুধর্ম ধর্মের উৎপত্তি ও বিকাশ (Origin and spread of induism) (4000 to 2500 BCE)


হিন্দুধর্মের উৎপত্তি ও অস্তিত্ত্বের সন্ধান পাওয়া যায় খ্রিস্টপূর্ব 4000 বছর-খ্রিস্টপূর্ব 2500 বছরের মধ্যে সিন্ধু সভ্যতায় ব্য আর্থ সভ্যতায় (Indus Valley Civilization)। "The basis of Hinduism is de belief in the unity of everything" অর্থাৎ, হিন্দুধর্মের ভিত্তি হল সমস্ত বিষয় বা ঘটনার মধ্যে ঐক্যের ওপর বিশ্বাস রাখা। হিন্দুধর্মে সর্বদা জাতিভেদ প্রথার উল্লেখ পাওয়া যায়।


জাতিভেদ প্রথা থেকেই সমাজে মানুষের উল্লম্ব অবস্থান (Vertical Stratification) জানা যায়। হিন্দু ধর্মের মধ্যে সর্বোচ্চ সম্প্রদায় হল ব্রাহ্মণ (The Brahmins)। এঁরাই হিন্দুধর্মের পূজা, আচার, অনুষ্ঠান প্রভৃতি কার্যাবলি মন্দিরে করার অধিকার পেয়েছেন।


আর্যরা উত্তর-পশ্চিম ভারতে সিন্ধু নদের তীরে এসে বসবাস শুরু করে। এরপর গাঙ্গেয় উপত্যকা থেকে বাংলাদেশ পর্যন্ত বসবাস শুরু করেছিল, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এদেশীয় অনার্যদের সঙ্গে মিশ্রণে এঁদের ধর্ম ও জীবনযাত্রায় পরিবর্তন এসেছিল।


হিন্দুধর্মের অসংখ্য শাখা থাকলেও শৈব, বৈয়ব ও শক্তি এই তিনটি দেবদেবী সবচেয়ে বেশি পুজিত হন। হিন্দুসমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চারটি জাতির অস্তিত্ব পাওয়া যায়। ভারতীয় সমাজ সভ্যতায় হিন্দুধর্মের আদর্শ প্রতি পদে পদে আমরা পাই।

বিশ্বের অন্যান্য কয়েকটি ধর্ম হল জরাথুস্টিয়বাদ, ইহুদি ধর্ম, শিন্টোবাদ, তাওবাদ, শিখধর্ম এবং জৈনধর্ম।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01