welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জনসংখ্যার গতিশীলতা অপ্রাকৃতিক কারণসমূহ (Non-Physical Factor)

1 min read

জনসংখ্যার গতিশীলতা অপ্রাকৃতিক কারণসমূহ (Non-Physical Factor)



বিশ্বব্যাপী জনঘনত্বের তারতম্যের অপ্রাকৃতিক কারণগুলি হল-

(1) অর্থনৈতিক অবস্থা (Economic Condition):

অর্থনৈতিক অবস্থা কোনো দেশের বা অঞ্চলের জনঘনত্বকে নিয়ন্ত্রণ করে। অর্থনৈতিক অবস্থা নিয় করে কৃষি, শিল্প, ব্যাবসাবাণিজ্য প্রভৃতির ওপর। এজন্য যেসব অঞ্চল অর্থনৈতিক দিক দিয়ে খুব সমৃশশার সেখানে জনঘনত্ব খুব বেশি হয়। অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া অঞ্চলে জনঘনত্ব কম হয়।

উদাহরণস্বরূপ উত্তর-পশ্চিম ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কথা বলা যায় এসব অঞ্চল কৃষি, শিল্প, ব্যবসাবাণিজ্যে উন্নত, বন্দর ও যোগাযোগ ব্যবস্থা ভালো বলে ঘনবসতি গায় উঠেছে। কলকাতা, মুম্বাই, সিঙ্গাপুর, নিউইয়র্ক প্রভৃতি শহর অর্থনৈতিক দিক দিয়ে উন্নত বলে ঘন জনবসতি গড়ে উঠেছে।

(ii) সামাজিক অবস্থা (Social Status):

কোনো দেশের বা অঞ্চলের সামাজিক পরিকাঠামো দ্বারাও জনঘনত্ব নিয়ন্ত্রিত হয়। ধর্মীয় এবং সাংস্কৃতির বৈশিষ্ট্যও এর জন্য দায়ী

(iii) ধর্মীয় কারণ (Religious Factor):

পৃথিবীর বিভিন্ন তীর্থক্ষেত্রগুলিতে ধর্মীয় কারণে বিপুল জনসমাবেশ ঘটে। যেমন- ভারতের হরিয়ার কাশী, ইউরোপের বেথলেহেম, জেরুজালেম প্রভৃতি ধর্মীয় স্থানগুলিতে ঘন জনবসতি গড়ে উঠেছে।

(iv) সাংস্কৃতিক কারণ (Cultural Factor):

জনবসতির ওপর সাংস্কৃতিক প্রভাবও গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক উপাদানগুলি হল মানুষের শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান বুদ্ধি, প্রযুক্তিবিদ্যায় জ্ঞান ইত্যাদি। জ্ঞান-বিজ্ঞানের ও প্রযুক্তিবিদ্যার প্রয়োগের মাধ্যমেই আজকের দিনে মানুষ মরু প্রান্তরকে শস্য শ্যামলা করে তুলছে। ফলে পাহাড়, মালভূমি, সমভূমি, মরু এলাকা, উপকূলবর্তী অঞ্চল প্রায় সর্বত্রই মানুষ জনবসতি গড়ে তুলেছে।

দিল্লি, বারাণসী, লন্ডন, ক্যালিফোর্নিয়া, অতীতে নালন্দা, তক্ষশীলা প্রভৃতি শিক্ষায় উন্নত বলে দেশ-বিদেশের শিক্ষার্থীরা এসে ভিড় করে

(v) রাজনৈতিক কারণ (Political Factor):

কোনো দেশের বা অঞ্চলের রাজনৈতিক স্থিতাবস্থা সেই অঞ্চলের জনঘনত্বকে নিয়ন্ত্রণ করে। যেসব অঞ্চলে ঘন ঘন যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। সেখানে মানুষের নিরাপত্তার অভাবে কম জনবসতি গড়ে ওঠে। এ ছাড়া রাজনৈতিক ও প্রশাসনিক শহরগুলিতে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বেশি জনঘনত্ব লক্ষ করা যায়। কোনো দেশে থেকে অন্য দেশে বিপুল সংখ্যায় উদ্বাস্তু আগমনের ফলেও জনঘনত্ব বৃদ্ধি পায়। এই কারণে দিল্লি, কলকাতা, ওয়াশিংটন প্রভৃতি শহরে বেশি লোক বসবাস করেন।


এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01