জাতীয় নগর জীবিকায়ন মিশন (National Urban Livelihood Mission/NULM)
ভারতের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে 24 তম প্রকল্প রূপে জাতীয় নগর জীবিকা মিশন (NULM) 2013 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে গ্রহণ করা হয়েছে। এই মিশনের অন্যতম লক্ষ্য হল শহুরে দরিদ্র পরিবারগুলির দুর্বলতা হ্রাস, জীবিকা সংস্থান, দক্ষতা ভিত্তিক মজুরির ব্যবস্থা বা আত্ম-কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা প্রদান প্রভৃতি। এই প্রকল্পটিকে দেশের 790টি শহরে প্রয়োগ করা হয়েছে।