welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পরিব্রাযন (Migration)

পরিব্রাযন (Migration)


ভূমিকা (Introduction):

চলমান এই বিশ্বজগতে মানুষও অতান্ত গতিশীল। এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে মানুষ যাতায়াত করেন। মানুষের এই চলমানতা ও গমন থেকেই পরিযান বা পরিব্রাজন (Migration) ধারণাটি এসেছে। গ্রামে, শহরে, রাজো, এক দেশ থেকে অন্য দেশের সমাজে পরিব্রাজনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। মানব সম্পদ উন্নয়ন এবং জনসংখ্যার বৃদ্ধির ওপর পরিযানের প্রত্যক্ষ প্রভাব রয়েছে।

 সংজ্ঞা (Definition):

স্থায়ী কিংবা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ যখন এক স্থান থেকে অন্যস্থানে গমন করে তাকে পরিযান বা পরিব্রাজন বলা হয়। প্রকৃতপক্ষে দেশ ও কালের পরিপ্রেক্ষিতে পরিব্রাজন ধারণাটির বিবর্তন ঘটেছে। সাধারণত এক স্থানের ব্যপ্তি অন্য স্থানে গেলে তাকে চলন বলা হয়। কিন্তু ওই ব্যক্তি যদি উন্ন স্থানে গিয়ে বসবাস করেন তাকে পরিযান বলা হবে। শুধু ভৌগোলিক সীমানার মধ্যেই পরিযান ঘটে না। এক দেশের ব্যক্তি অন্য দেশে গিয়ে বসবাস করেন সেক্ষেত্রেও পরিযান ঘটে।

1. Migration can be defined as the movement of people from one place to another অর্থাৎ, এক স্থান থেকে অন্য স্থানে মানুষের গমনকে পরিব্রাজন বলা হয়।

2. A group of people migrating together especially in some given time period. অর্থাৎ, একদল মানুষ একসলো নির্দিষ্ট সময়ে একস্থান থেকে অন্যস্থানে পরিযান ঘটায়।

3. Migration is the displacement of a person who leaves their place of birth or of residence for another place অর্থাৎ, পরিব্রাজন হল কোনো মানুষের জন্মস্থান অথবা বাসভূমি ত্যাগ করে অন্য স্থানে চলে যাওয়া।

4. Oliver Razum and Jacob Spallek তাঁদের রচিত গ্রন্থ 'Definition of Migration and Migrants'-এ পরিব্রাজনের সংজ্ঞা দিয়েছেন- "Migration occurs when a person changes the location of their usual place of residence.


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01