welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারতের হ্রদসমূহ ও অর্থনীতি (Lakes of India and economy):

ভারতের হ্রদসমূহ ও অর্থনীতি (Lakes of India and economy):


অবস্থানগত পার্থক্যে ভারতে তিন ধরণের হ্রদ দেখা যায়:

(i) পার্বত্য অঞ্চলের হ্রদঃ এদের মধ্যে উল্লেখযোগ্য কাশ্মীর উপত্যকায় উলার, ডাল, কুমায়ুন হিমালয়ের নৈনিতাল, ভীমতাল, সাততাল, নাওকুচিয়াতাল, পুনাতাল (তাল অর্থ হ্রদ): মণিপুরে লোকটক এবং ত্রিপুরায় বুদ্রসাগর প্রভৃতি।


হ্রদগুলি অনুপম সৌন্দর্য নিয়ে পার্বত্য অঞ্চলে পর্যটকদের আকৃষ্ট করে পর্যটন ব্যবসায় গড়ে তুলেছে। এগুলি পাণীয় জলেরও উৎস। সেচকার্যেও কোন কোন হ্রদের জল (উলার) ব্যবহৃত হয়।


(ii) মরু অঞ্চলের হ্রদঃ এদের মধ্যে উল্লেখযোগ্য পুস্কর, সম্বর, দিদওয়ানা, লুক্কাবংশ, পাচপদ্র প্রভৃতি। মরু অঞ্চলে কোন কোন হ্রদের জল এত লবণাক্ত (উদাহরণ সম্বর হ্রদ) যে হ্রদের জল নেমে গেলে লবণের আস্তরণ পড়ে থাকে। এই লবণ সংগৃহীত হয়।


(iii) উপকূলীয় হ্রদঃ চিন্তা (ওড়িশা), কোলেবু (অল্পপ্রদেশ), পুলিকট, এন্নোর, মহাবলীপূরম (তামিলনাড়ু) প্রভৃতি উল্লেখযোগ্য উপকূলীয় হ্রদ। কেরালায় লেগুন বা উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। কেরালার ভেমনাবাদ কয়াল একটি উল্লেখযোগ্য উপহ্রদ।


উপকূলীয় হ্রদ ও উপহ্রদগুলিতে প্রচুর মাছ পাওয়া যায়। বৈদেশিক মুদ্রা অর্জনকারী চিংড়ির চাষে চিল্কাহ্রদের খুব খ্যাতি আছে। কেরালায় কয়ালগুলি জল পরিবহণের অন্যতম মাধ্যম। স্বাদু জলের হ্রদগুলি সেচের জলও সরবরাহ করে ও পাণীয় জলের উৎস। মৎস সংগ্রহও উল্লেখযোগ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01