welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পাট শিল্প(Jute Industry)

পাট শিল্প(Jute Industry)


ভূমিকা: পাটকে বলা হয় 'সোনালী তত্ত্ব' (Golden Fibre)। এটি অত্যন্ত সুলভ ও টেকসই। বিভিন্ন কাজে এর ব্যবহার হয়।

কাঁচামাল: কাঁচা পাট হল পাটশিল্পের কাঁচামাল। পাট জলে পচিয়ে এর থেকে আঁশ বার করা হয় যা পরে পাক দিয়ে বয়নোপযোগী সুতো প্রস্তুত হয়।

 পাটশিল্পের অবস্থানের কারণ: কাঁচাপাটের প্রাচুর্য আছে এরূপ অঞ্চলগুলিতে পাটশিল্প গড়ে উঠেছে। পাট পচাবার জন্য স্থানে স্থানে জলাশয় থাকা দরকার। শিল্পে প্রচুর সুলভ শ্রমিক প্রয়োজন হয়। এই বন্দরের নৈকট্য পাটের বহির্বাণিজ্যে সুবিধা দান করে। উন্নত যন্ত্রপাতি এবং প্রয়োজনে কাঁচাপাট আমদানির সুবিধা করে। উন্নত পরিবহন ব্যবস্থা। বিদ্যুতের উপযুক্ত সরবরাহ পাটশিল্পের উপযোগী কারণ বলে বিবেচিত হয়।

পৃথিবীর পাট শিল্পাঞ্চলসমূহ:

পৃথিবীতে পাটশিল্প অল্প কয়েকটি দেশে উন্নতি করেছে। এর কারণ কাঁচাপাট বাণিজ্যিকভাবে অল্প কয়েকটি দেশেই উৎপন্ন হয় এবং প্রধানতঃ এই দেশগুলিই পাটশিল্পে উন্নতি করেছে।

ভারত: ভারতে অধিকাংশ পাটকল (শতকরা ৮০ ভাগ) পশ্চিমবঙ্গে হুগলি নদীর দুই তীরে গড়ে উঠেছে। হুগলি নদীতীরে টিটাগড়, জগদ্দল, হাওড়া, ভদ্রেশ্বর, বজবজ, বিড়লাপুর, উলুবেড়িয়া, কামারহাটি, বালি, রিষড়া প্রভৃতি স্থানে পাটশিল্প গড়ে উঠেছে। এছাড়া বিহারের কাটিহার ও মুস্তারপুরে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। মধ্যপ্রদেশের রায়গড়ে। ওড়িশার কটকে, অসমের শিলঘাটে ও ত্রিপুরার অরতীনগরে পাটকল রয়েছে।

হুগলি নদীর তীরে পাটশিল্পের একদেশীভবনের কারণ: হুগলি নদীর তীরে রাজ্যের পাটশিল্পের ব্যাপক একদেশীভবনের কারণ- কাঁচামাল পশ্চিমবঙ্কা ও অসমের কাঁচাপাট ছাড়াও বাংলাদেশ থেকে জলপথে অতি সহজেই উৎকৃষ্ট কাঁচাপাট আমদানির সুবিধা। শ্রমিক পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড থেকে আগত সুলভ শ্রমিকের সুবিধা। বন্দর কলকাতা বন্দরের মাধ্যমে যন্ত্রপাতি আমদানি ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানির সুবিধা। পরিবহন রেল, সড়ক ও হুগলি জলপথে উন্নত যোগাযোগ।

মূলধন -কলকাতা বাণিজ্যিক কেন্দ্রে ব্যাংক, বিমা তথা মূলধনের সুবিধা। চাহিদা দেশে-বিদেশে পশ্চিমবঙ্গের পাটজাত দ্রব্যের চাহিদা। এ ছাড়া, উচ্চ আর্দ্র জলবায়ু পাটশিল্পের উপযোগী।

ভারতে পাটশিল্পের সমস্যা: চটকলের পুরাতন যন্ত্রপাতির দরুণ উৎপাদন ব্যয়-বৃদ্ধি,পরিবর্ত দ্রব্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বিদেশে চটের বাজার সংকোচন, কাঁচাপাটের অনিশ্চিত সরবরাহ,দুর্বল চটকলের সংখ্যা বৃদ্ধি প্রধান সমস্যা।

বর্তমানে ভারতে প্রায় ১৫টন পাটজাত দ্রব্য উৎপন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01