welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জওহরলাল নেহরু জাতীয় শহুরে পুনর্নবীকরণ মিশন (Jawaharlal Nehru National Urban Renewal Mission/INNRUM)

জওহরলাল নেহরু জাতীয় শহুরে পুনর্নবীকরণ মিশন (Jawaharlal Nehru National Urban Renewal Mission/INNRUM)


ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুকে সম্মান জানিয়ে 2005 খ্রিস্টাব্দে তাঁর নামে এই জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন চালু করা হয়েছিল। এই প্রকল্পটিতে ভারতের পৌরক্ষেত্রগুলির আধুনিকীকরণ, আবাসন ও বস্তি সমস্যা নিরসন, শহর-নগরের মৌলিক পরিসেবা বৃদ্ধি, সড়ক সম্প্রসারণ, জ সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা, নটী-হ্রদ-পয়ঃপ্রণালীর উন্নতি এবং দারিদ্র দূরীকরণের লক্ষ্যে সাত বছরের জন্য প্রায় $20 বিলিয়ন অর্থ বিনিয়োগ করা হয়েছিল। প্রথমে, এই মিশনের সময়কাল একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হওয়ার আগে অর্থাৎ 2012 পর্যন্ত ধার্য করা হয়েছিল, যেটির মেয়াদ পরে 31 মার্চ 2014 পর্যন্ত বাড়ানো হয়। এই প্রকল্পের অধীনে দেশের ভন্ডটি শহর বা নগর চিহ্নিত করে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপগুলিকে বাস্তবায়িত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01