welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

কৃষিজমিতে জলসেচ দেওয়ার ফলে উদ্ভূত সমস্যা(Irrigation to Agricultural Land leading problems):

কৃষিজমিতে জলসেচ দেওয়ার ফলে উদ্ভূত সমস্যা(Irrigation to Agricultural Land leading problems):


কৃষিজমিতে জলসেচ দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভৌম জলের উত্তোলন ঘটছে, যা পরোক্ষভাবে মাটিতে আর্সেনিক ধাতুর মাত্রা বৃদ্ধি করছে। মাটির জলস্তর নীচে নেমে যায়। এর ফলে পানীয় জলের সংকট দেখা দেয়। ভূমিভাগ বসে যায়, উপকূলীয় অঞ্চলে পানীয় জলের গুণগত মান কমে যায়, এমনকি কৃষিজমির উর্বরতা হ্রাস পায়।

ব্যাপকহারে পশুচারণক্ষেত্র গঠনের কারণে জলচক্রে ব্যাঘাত ঘটে। ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত জলধারার গভাবিক প্রভাব নষ্ট হয়। আমাজন অববাহিকার বনভূমির 70% ভূমিভাগ অতিরিক্ত পশুচারণের ফলে নষ্ট হয়ে গেছে।

মৃত্তিকার ক্ষয় ও অবনমন (Soil erosion and degradation): কৃষিজমির পরিমাণ বৃদ্ধির জন্য চুর পরিমাণে বনভূমি কেটে ফেলা হয়েছে। ফলে মাটির ক্ষয়ের হার বাড়ছে, আবার মাটিতে রাসায়নিক সারের অধিক প্রয়োগের ফলে মাটির অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে। এই কারণে মাটির ওপর পৃষ্ঠপ্রবাহের হার বৃদ্ধি পেয়ে মাটির ক্ষয়কে দ্রুত করছে, গ্রামের দরিদ্র কৃষক এবং অন্যান্য মানুষ গবাদি পশু প্রতিপালন করেন। গোবর সার এবং গোবর গ্যাস পাওয়ার জন্য প্রচুর পরিমাণে জমিতে পশুচারণ করায়। এর ফলে মাটির অবনমন ঘটছে। ঝুম চাষের ফলে পার্বত্য ও মালভূমি অঞ্চলে বাস্তুতন্ত্রে ভারসাম্য নষ্ট হয়, বনভূমি ধ্বংস হয় এবং মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পায়। সমতল অঞ্চলে নদীখাতে পলি জমে বন্যার প্রকোপ বৃদ্ধি করে।

সর্বসাধারণের সম্পত্তির পরিমাণ হ্রাস (Depleting Common Property Areas): গ্রামাঞ্চলে সর্বসাধারণের ব্যবহারের জন্য বিভিন্ন জায়গাগুলির পরিমাণ ক্রমশ কমছে। এক-একটি সম্প্রদায় যে বিশেষ ধরনের সম্পদ ব্যবহার করে তার পরিমাণ যেমন কমে আসছে তেমনি অনেক সাধারণ সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তিতে রূপন্তরিত হয়েছে। উপজাতিরা অনেক ক্ষেত্রে অরণ্য সম্পদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জনসংখ্যার চাপ বৃদ্ধির কারণে সর্বসাধারণের ব্যবহারের জন্য সম্পদগুলির গুণগত মানের হ্রাস ঘটছে।

মানুষজন তাদের দারিদ্র্যতার কারণে অরণ্য সম্পদ আহরণ করতে দিয়ে বনভূমি পাংস করে যার প্রত্যক্ষ মালরোক্ষ ক্ষতিকর প্রভাব পরিবেশের পড়ে। সরকারি রাস্তাঘাট ও অন্যান্য কাজের জন্য বসতি অঞ্চলগুলি সরিয়ে দেওয়া হয়। অনেকক্ষেত্রে যথাযথভাবে পুনর্বাসন দেওয়া হয় না। এর ফলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যা তীব্র আকার ধারণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01