ভারতে নগরায়ণের প্রভাব[Impact of Urbanisation]
ভূমিকা (Introduction):
ভারত পৃথিবীর উন্নয়নশীল দেশগুলির মধ্যে অন্যতম। পৃথিবীর উন্নত দেশগুলিতে যে হারে নগরায়ণ ও শিল্পায়ন ঘটছে আমাদের দেশ সেই তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আছে। ভারতের বিভিন্ন রাজ্যে নগরায়ণের হারও বিভিন্ন প্রকৃতির। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে গোয়া অঙ্গরাজ্যে শহরবাসীর সংখ্যা সবথেকে বেশি 49.76%। এরপর যথাক্রমে তামিলনাড়ুতে 44.4%, মহারাষ্ট্রে 42.43%, মিজোরামে 49.63% মানুষ শহরবাসী। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লির জনসংখ্যার 93.18% নগরবাসী। চন্ডীগড়ের 89.77% মানুষ নগরবাসী।
নগরায়ণের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যে উন্নয়নের ধারা যেমন অব্যাহত আছে তেমনি নগরায়ণের সঙ্গে সঙ্গো যুক্ত হয়েছে বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক ও অন্যান্য সমস্যা।