পশ্চিমবঙ্গের মৃত্তিকা অঞ্চল
(i) লবনাক্ত মাটি
(ii) লবনাক্ত ক্ষারীয় মাটি
(iii) অ-লবনাক্ত ক্ষারীয় মাটি
(iv) অবক্ষয়িত ক্ষারীয় মাটি।
[Source: Soils of West Bengal by P. Chakraborty and Miss S. Chakraborty (1957), State Agricultural Research Institute]
(i) লবনাক্ত মাটি (Saline Soils): লবনের পরিমান ০.১৫% এবং বিনিময়যোগ্য সোডিয়ামের অংশ ১৫%-এর নীচে। এই মাটির P™ প্রশম থেকে ঈষৎ ক্ষারীয়।
(ii) লবনাক্ত ক্ষারীয় মাটি (Saline Alkali Soils): লবনের পরিমাণ ০.১৫% এবং বিনিময়যোগ্য সোডিয়ামের অংশ ১৫%-এর বেশি। P-এর মান ৭.৫-এর উপরে।
(iii) অ-লবনাক্ত ক্ষারীয় মাটি (Non-saline Alkali Soils): লবনের পরিমাণ ০.১৫%-এর নীচে এবং বিনিময়যোগ্য সোডিয়ামের অংশ ১৫%-এর বেশি। স্কেলে এটি ক্ষারীয়।
(iv) অবক্ষয়িত ক্ষারীয় মাটি (Degraded Alkali Soils): যদিও এই মাটি অলবনাক্ত ক্ষারীয়, এর বিনিময়যোগ্য সোডিয়ামের অংশ ১৫%-এর বেশি। তবুও এর P অম্লধর্মী। এর কারণ হাইড্রোজেন আয়নের জোরালো উপস্থিতি।
পশ্চিমবঙ্গের পলিগঠিত মৃত্তিকা অঞ্চলের পরেই এই অঞ্চলের গুরুত্ব ধান উৎপাদনে বেশি। তবে উপকূলে অনেক অংশে লবণাক্ত জল ঢুকিয়ে ধান চাষের পরিবর্তে বর্তমানে চিংড়ি ও বিভিন্ন লবণতা সহ্যকারী মাছের চাষ হচ্ছে।