welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

হাটন-কৃত ভারতের জাতিগোষ্ঠী শ্রেণীবিভাগ (Hutton's Classification of Indian Races)

হাটন-কৃত ভারতের জাতিগোষ্ঠী শ্রেণীবিভাগ (Hutton's Classification of Indian Races)


ভারতের জনগণনা সমীক্ষা করে হাটন ভারতের জনগোষ্ঠীর একটি শ্রেণীবিভাগ করেছেন এবং ভারতে বসতি স্থাপনের ক্রম অনুসারে তার শ্রেণীবিভাগ সাতটি জনগোষ্ঠীতে বিভক্ত।


১. নেগ্রিটো জনগোষ্ঠী: নেগ্রিটোগণ ভারতের প্রাচীনতম অধিবাসী বলে হাটন মনে করেছেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং নাগাল্যান্ডে কিছু নেগ্রিটো জনগোষ্ঠী দেখা যায়।


২. প্রোটো অস্ট্রেলয়েড: এরা দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করেন। ভারতের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রোটো অস্ট্রেলয়েড দেখা যায়।


৩. পূর্ববর্তী মেডিটারেনিয়ান: পূর্ববর্তী সময় যে ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠী ভারতে এসেছিলেন, তারা দক্ষিণ ভারতে বসবাস করেন। কর্ণাটক ও তামিলনাড়ুতে তাদের দেখা যায়। গুজরাট এবং পশ্চিমবঙ্গের আদিবাসী এলাকাতেও তাদের দেখা যায়। মাঝারি দেহগড়ন, বাদামী থেকে কালো গায়ের রং, মোটামুটি সুগঠিত এদের দেহগঠন।


৪. পরবর্তী মেডিটারেনিয়ান: পরবর্তীকালে যে ভূমধ্যসাগরীয় জনগোষ্ঠী ভারতে আসেন তারা ভারতের প্রথম দিককার দ্রাবিড় জনগোষ্ঠী, যারা সিন্ধু সভ্যতাকালেও ছিলেন। তারা আর্যদের আগমনের পূর্বে এখানে ছিলেন এবং আর্যদের আগমনের পরে তাদের সঙ্গে মিশ্রিত হলে পরবর্তীকালে এই মিশ্রিত বংশের জনগোষ্ঠী উদ্ভূত হয়, এরা দীর্ঘদেহী এবং ফর্সা গাত্রবর্ণ। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বিহারে এরা ছড়িয়ে আছে।


৫. অ্যালপাইন বা বৈদিক পূর্ব আর্য জনগোষ্ঠী: বৈদিক পূর্ব আর্য জনগোষ্ঠী রয়েছেন গুজরাট ও পশ্চিমবঙ্গে। এদের মাঝারী দেহগড়ন, গোলাকৃতি মুখবয়ব, উন্নত নাসিকা ও ফর্সা গাত্রবর্ণ হয়ে থাকে।


৪. নর্ডিক বা বৈদিক আর্য': খ্রীস্টের জন্মের দু হাজার বছর আগে তারা ভারতবর্ষে এসেছিলেন। জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের পশ্চিমাংশে যে উচ্চবর্ণের জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে নর্ডিক জনগোষ্ঠীদেখা যায়। এরা ফর্সা গাত্রবর্ণ, দীর্ঘদেহী এবং তীক্ষ্ণ নাসিকা বিশিষ্ট।


৭. মোঙ্গলয়েড: মোঙ্গলয়েড জনগোষ্ঠী মূলতঃ হিমালয় সংলগ্ন অঞ্চলে ভারতবর্ষের পূর্বদিকে বসবাস করেন। তাদের হালকা হলদে গাত্রবর্ণ, খর্বকায়, চ্যাপটা নাসিকা শারীরিক বৈশিষ্ট্য।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01