মানব উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট, ২০১১ (Human Development Report, 2011)
1990 খ্রিস্টাব্দে সর্বপ্রথম Human Development Report' প্রকাশিত হয়। পরবর্তীকালে এই একই রিপোর্ট Human Development Index বা মানব উন্নয়ন সূচকরূপে প্রকাশিত হচ্ছে। 2010 খ্রিস্টাব্দের এই রিপোর্টে কুড়ি বছর পূর্তি উপলক্ষ্যে মানব উন্নয়ন সূচকের বিভিন্ন দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। Mahbub ul-Haq (পাকিস্তান), অমর্ত্য সেন (ভারত) এবং Helen Clark (Administrator, United Nations Development Programme) & Jeni Klugman. Director, Human Development Report, 2010-এর বিশেষ প্রচেষ্টায় এই রিপোর্টটি প্রস্তুত করা সম্ভব হয়েছে।
'মানুষই হল কোনো জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ' এই দৃষ্টিভঙ্গিকে ভিত্তি করে 19%) খ্রিস্টাব্দ থেকে এখন পর্যন্ত মানব উন্নয়নের সর্বোতভাবে প্রচেষ্টা চলছে। বিগত এই কুড়ি বছরে মানব উন্নয়নের হার যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি মানব উন্নয়ন সংক্রান্ত আমাদের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটেছে। 1990 খ্রিস্টাব্দে যখন এর প্রথম রিপোর্ট প্রকাশিত হয়, তখন মানব উন্নয়নের সংজ্ঞা দেওয়া হয় এরকমভাবে- Human Development may be defined as a process of enlarging people's choices, emphasizing the freedom to be healthy, to be educated and to enjoy a decent standard of living
মানব উন্নয়ন সূচক প্রকৃতপক্ষে মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং মাথাপিছু আয়ের পরিমাণের বৃদ্ধি সংক্রান্ত একটি দিককে নির্দেশ করে। 1990 খ্রিস্টাব্দ থেকে 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত দারিদ্র্য দূরীকরণের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। মানুষের জীবনের নিরাপত্তা প্রদান মানব উন্নয়নের এক উল্লেখযোগ্য দিক।
সাম্প্রতিক মানব উন্নয়ন রিপোর্টে পরিবেশ, মানুষের নিরাপত্তা, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, বিপদসংকুল মানুষের সংখ্যাবৃদ্ধি প্রভৃতির ওপর আলোকপাত করেছে। যেমন, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বর্তমানে নিরাপত্তা (security) খুবই নিম্নমানে পৌঁছেছে। 2010 খ্রিস্টাব্দের Human Development Report-এ মানব উন্নয়নের তিনটি প্রধান উপাদানের (component) উল্লেখ আছে। এগুলি হল- well-being, empowerment এবং justice
well-being: মানুষের স্বাধীনতাবৃদ্ধি যার মাধ্যমে মানুষের বিকাশ ও সমৃদ্ধি ঘটে।
empowerment and agency: মানুষ এবং মানুষের এক-একটি দলকে তাদের মধ্যেকার ক্ষমতা এবং সম্ভাবনার বিকাশ ঘটানো।
justice: মানুষের মধ্যে সাম্যতা বৃদ্ধি, মানব অধিকারগুলিকে সম্মান জানানো এবং সমাজের আরও অন্যান্য লক্ষ্যকে পূরণ করা।
বর্তমানে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষের বসবাস। এদের মধ্যে অনেকে দারিদ্র্যসীমার নীচে এবং অনেকে খুব সমৃদ্ধশালী জীবনযাপন করছে।
HDI মান সামগ্রিক ভাবে কোনো সমাজ বা দেশের উন্নয়নের ধারাকে নির্দেশ করে। উদাহরণ হিসেবে বলা যায়, কিছু কিছু দেশ খুব দ্রুত গতিতে উন্নয়ন করছে এবং এর ফলে ওই দেশগুলি গরিব দেশগুলির 'Capital' অধিগ্রহণ করছে বাণিজ্যের মাধ্যমে।
সামগ্রিক ভাবে মানব উন্নয়ন সূচক বিশ্বজুড়ে বৃদ্ধি পেয়েছে। 1990 খ্রিস্টাব্দে এর মান ছিল 57 এবং 2010 খ্রিস্টাব্দে এর মান হয়েছে 68। এর অর্থ, সমগ্র বিশ্ব জুড়ে শিক্ষা, স্বাস্থ্য এবং আয় বৃদ্ধি ঘটছে। সর্বাধিক জনবহুল দুই দেশ চিন এবং ভারতেও মানব উন্নয়ন সূচকের মান বৃদ্ধি পেয়েছে।
1970-2010 খ্রিস্টাব্দ পর্যন্ত মানব উন্নয়ন সূচকের ধারা:
মানব উন্নয়নের হার সবচেয়ে বেশি পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী দেশসমূহে পরিলক্ষিত হয়। এরপর দক্ষিণ এশিয়া এবং আরব দুনিয়ার দেশগুলিতেও মানব উন্নয়নের ধারা বেশি লক্ষণীয়। পৃথিবীর 135টি দেশের মধ্যে মাত্র ১টি দেশ ছাড়া সব দেশই 1970 খ্রিস্টাব্দের তুলনায় 2010 খ্রিস্টাব্দে মানব উন্নয়ন সূচকের হার বৃদ্ধি পেয়েছে। এই তিনটি দেশ হল কঙ্গো, জাম্বিয়া এবং জিম্বাবোয়ে।
নেপাল, চিন, সৌদি আরব, ইন্দোনেশিয়া, গুয়াতেমালা, ওমান, জাপান এই সমস্ত দেশে দ্রুত হারে মানব উন্নয়ন সূচকের মান বৃদ্ধি পাচ্ছে। ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া আয় এবং অন্যান্য সুযোগের দিক থেকে প্রথম দশে স্থানে পেয়েছে। আফ্রিকার সাব-সাহারার দেশগুলি কোনোটি প্রথম দশে স্থান পায়নি। একমাত্র ইথিওপিয়ার স্থান হয়েছে।
ল্যাটিন আমেরিকার কোনো দেশ প্রথম দশের মধ্যে স্থান পায়নি। গুয়াতেমালা দেশটির স্থান হয়েছে
HDI-এর মানের পার্থক্য উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে ক্রমশ হ্রাস পাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, 1990 খ্রিস্টাব্দ থেকে 2010 খ্রিস্টাব্দের মধ্যে মালির HDI-এর মান 17 থেকে 37 হয়েছে। নেপালের HDI-এর মান 22 থেকে 50 হয়েছে। ওমান 36 থেকে 79 মানে পৌঁছেছে। শিক্ষা এবং স্বাস্থ্যগত দিক দিয়ে এখনও উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যবধান থেকে গেছে।
প্রত্যাশিত জীবনের আয়ুর (Life Expectancy) বিষয় বিবেচনা করলে দেখা যাচ্ছে যে, জাম্বিয়াতে 1970 খ্রিস্টাব্দে মানুষের প্রত্যাশিত আয়ু ছিল 41 বছর। এই সময় নরওয়ের মানুষের প্রত্যাশিত আয়ু ছিল 74 বছর। 2010 খ্রিস্টাব্দে জাম্বিয়ার অধিবাসীদের প্রত্যাশিত গড় আয়ু 16 বছর বৃদ্ধি পেয়ে 57 বছরে পৌঁছেছে। কিন্তু নরওয়েতে প্রত্যাশিত আয়ু বেড়েছে মাত্র 7 বছর। কিন্তু তা সত্ত্বেও নরওয়ের সঙ্গে জাম্বিয়ার পার্থক্য এখনও 24 বছর। পৃথিবীর প্রায় সব উন্নয়নশীল দেশের সঙ্গে উন্নত দেশগুলির DHI-এর মানের পার্থক্য এখনও বেশ বেশি।