welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

উচ্চপ্রজনন প্রবাহ বিশিষ্ট দেশসমূহ (High Fertility Trend Countries)

উচ্চপ্রজনন প্রবাহ বিশিষ্ট দেশসমূহ (High Fertility Trend Countries)


1985 খ্রিস্টাব্দে পৃথিবীর বিভিন্ন দেশে স্কুল জন্মহার (crude birthrate) 9.6% (পশ্চিম জার্মানি) থেকে 55.1% (কেনিয়া) ছিল। 40%, স্থূল জন্মহার বা তার বেশি ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে দেখা যায়।


বর্তমানে পৃথিবীর অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিতে উচ্চপ্রজনন হার লক্ষণীয়। দক্ষিণ এশিয়ার অন্তর্গত ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদিভস্ প্রভৃতি দেশগুলিতে উচ্চপ্রজনন হারের ধারা অব্যাহত আছে। তবে বিগত 25 বছরে এই সমস্ত দেশে প্রজনন হার (fertility rate) তুলনামূলকভাবে কমে গেছে।


আফ্রিকা মহাদেশের অন্তর্গত উচ্চপ্রজনন প্রবাহবিশিষ্ট দেশগুলি হল- সোমালিয়া, তাঞ্জানিয়া, উগান্ডা, জিম্বাবোয়ে, বেনিন, মালি ইত্যাদি। এই সমস্ত দেশগুলির মহিলা-প্রতি গড় প্রজননের হার 7 জন-এর বেশি। সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদগণের মতে কুসংস্কার, অশিক্ষা, দারিদ্র্য, উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনার অভাবের জন্য প্রজনন হার এই মহাদেশের উল্লিখিত দেশগুলিতে বেশি হয়।


ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশগুলিতে উচ্চপ্রজনন হার লক্ষণীয়। নিকারাগুয়া, বলিভিয়া, হন্ডুরাস প্রভৃতি দেশসমূহে মহিলা-প্রতি গড় প্রজনন হার থেকে 6 জন। তবে বিগত প্রায় সাড়ে তিন দশকে এখানে প্রজনন হার কিছুটা কমেছে।


আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলির মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতেও মহিলা-প্রতি প্রজনন হার প্রায় 7 জন। জলবায়ু, খাদ্যাভ্যাস, কুসংস্কার, স্বাস্থ্য চেতনার অভাব প্রভৃতি কারণে এখানে উচ্চপ্রজনন হার দেখা যাচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01