welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি (Global trend of Population Growth)

বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি (Global trend of Population Growth)


সুদূর অতীতে বিশ্বের জনসংখ্যা সম্পর্কে ধারণা আমাদের কাছে অনেকটা অনুমান নির্ভর ছিল। নৃতত্ত্ববিজ্ঞানীদের নানারকম গবেষণা থেকে আমরা জানতে পারি আজ থেকে প্রায় 15 লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল। বর্তমানে সমগ্র বিশ্বজুড়ে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। তবে জনসংখ্যার এই বৃদ্ধির হার স্থান-কাল ভেদে ভিন্ন প্রকৃতির। বিগত 50 বছরে সমগ্র বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.87%। এই হারে যদি বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধি পায় তবে আগামী দিনে চরম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা দেখা দেবে।

বিশ্বের জনসংখ্যার বৃদ্ধির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে একে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়-

(i) সাংস্কৃতিক বিপ্লবের আদিপর্ব: (10 হাজার খ্রিস্টপূর্বাব্দ): আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে মানুষ আগুনের ব্যবহার শিখেছিল। বিভিন্ন পাথরের ব্যবহার, ধাতু থেকে অস্ত্র নির্মাণ প্রভৃতির মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়। এই সময় জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি ছিল। ফলে জনসংখ্যার তেমন বৃদ্ধি ঘটেনি এই পর্যায়ে সমগ্র পৃথিবীতে মাত্র 53.2 লক্ষ লোকের বসবাস ছিল।

(ii) সাংস্কৃতিক বিপ্লবের দ্বিতীয় পর্ব:খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টের জন্মের প্রায় 10 হাজার বছর আগে পর্যন্ত মানুষ কৃষিকাজ শিখেছিল। এই কৃষিকাজকে কেন্দ্র করে গ্রামীণ এবং নগর সভ্যতার আবির্ভাব ঘটে। এর ফলে জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। খ্রিস্টপূর্ব 10 হাজার বছর থেকে। খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় প্রায় 20 কোটি। এই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মাত্র 0.49% ।

(iii)সাংস্কৃতিক বিপ্লবের তৃতীয় পর্ব (1650 খ্রিস্টাব্দ): খ্রিস্টের জন্মের পর থেকে ব্যাবসাবাণিজে এই সময় যুদ্ধ, মহামারি, দুর্ভিক্ষ উন্নতিক বিপর্যায়ের কারণে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি হয়নি। এই সময় সমগ্র বিশ্বের জনসংখ্যা 30 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 0.01%।

(iv) 1750 খ্রিস্টাব্দ: 1650 খ্রিস্টাব্দ থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 100 বছরে পৃথিবীর জনসদ্ধ প্রায় কোটিতে পৌঁছায়। জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ছিল 0.34%।

(v) 1850 খ্রিস্টাব্দ: 1750 খ্রিস্টাব্দ থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 100 বছরের মধ্যে পৃথি জনসংখ্যা প্রায় 100 কোটিতে পৌঁছায়। ইতিমধ্যে খনিজ সম্পদ উত্তোলন এবং ব্যবহার শুরু হয়েছে, কৃষিবদ্ধ ও চিকিৎসাশাস্ত্রের উন্নতি ঘটেছে। ফলে মৃত্যুহার কমে গিয়ে পৃথিবীর মোট জনসংখ্যা দ্রুতহারে বৃদ্ধি পেয়েছে

(vi) 1900 খ্রিস্টাব্দ: এই সময় পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় প্রায় 161 কোটি, 1850 1900 খ্রি: এই 50 বছরে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক গড় হার ছিল 0.75%1

(vii) 1950 খ্রিস্টাব্দ: 1950 খ্রিঃ নাগাদ সমগ্র বিশ্বের জনসংখ্যা হয় 251 কোটি। উল্লেখযোগ্য ও এই 50 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৭০ কোটি।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01