welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভরতে বন সংরক্ষণ (Forest Conservation in India)

ভরতে বন সংরক্ষণ (Forest Conservation in India)


বিভিন্ন পরিকল্পনাকালে বনভূমি সংরক্ষণ ও বৃদ্ধির জন্য গৃহীত ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে-


(ক) সামাজিক অরণ্য সৃজন (Social Foresty) সামাজিক অরণ্য সৃজন হ'ল অরণ্য সৃজন ও সংরক্ষণ প্রকল্প যা সমাজ ও পরিবেশের উন্নতিকল্পে গৃহীত হয়। এর অন্তর্গত-

• বসতি এলাকায় বনসৃজন: শহর ও গ্রামে রাস্তা, রেল, জলপথের দুধারে, শিক্ষায়তন প্রাঙ্গণে, গৃহসমীপে বৃক্ষচারা রোপন ও রক্ষণাবেক্ষণের দ্বারা সামাজিক অরণ্য সৃজন করা হয়।

• বনমহোৎসব: প্রতি বছর বর্ষাঋতুতে এই বনমহোৎসব পালন করা হয়। অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে বিনামূল্যে চারা বিতরণ করা হয় ও অরণ্য সৃজনে উৎসাহ দেওয়া হয়।

• কৃষি বন সৃজন: কৃষিক্ষেতের মাঝে মাঝে অথবা কৃষির অনুপযুক্ত জমিতে চারা রোপন করে ফসলের ন্যায় বুকষ সৃজন করা হয়। জ্বালানি, আসবাবের কাঠ, শিল্পের বিশেষতঃ কাগজশিল্পের প্রয়োজনীয় কাঠের গাছ এবং রেশমকীট পালনের জন্য তুঁত গাছ প্রভৃতির চারা রোপনের মাধ্যমে কৃষি বন সৃজন করা হয়।


(খ) যৌথ বন-ব্যবস্থাপণা বা গ্রামবাসীদের অংশগ্রহনে বন-ব্যবস্থাপনা (Joint Forest Management বা Participatory Forest Management): অরণ্য রক্ষায় বনবাসী বা বনসংলগ্ন গ্রামবাসীদের নিযুক্ত করায় তারা বনরক্ষীদের পাশাপাশি বনরক্ষায় সতন্দ্র ও সজাগ থাকে। ফলে চোরাকারবারী ও চোরা শিকারীর উপদ্রব কমেছে। পশ্চিমবঙ্গে আড়াবাড়িতে প্রথম যৌথ ব্যবস্থাপনা কার্যকরী হয়। এছাড়া

(গ) বিজ্ঞানসম্মত উপায়ে বৃক্ষচ্ছেদন।

(ঘ) বনভূমি অঞ্চলে পশুচারণ নিষিদ্ধকরণ।

(ঙ) কুমচাষের জন্য অরণ্য ধ্বংসে নিরুৎসাহকরণ।

(চ) চারাগাছ সংরক্ষণে যত্ন নেওয়া

(ছ) খরাপ্রবণ অঞ্চলে জ্বালানি কাঠ উৎপাদন প্রভৃতি।


দেরাদুন 'ভারতীয় বন গবেষণাগার' (Forest Research Insititute) বনজ শিল্প ও অরণ্য উন্নয়নের স্বার্থে গবেষণা করে চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01