প্রজনন, মরণশীলতা এবং মুমূর্ষ অবস্থা (Fertility, Mortality and Morbidity)
কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি কিংবা তার গতিপ্রকৃতির অন্যতম নির্ধারক হল প্রজনন জমতা এবং মরণশীলতা। "The term 'fertility refers to the occurrence of live births among a defined population" অর্থাৎ, কোনো নির্দিষ্ট জনসংখ্যা-প্রতি জীবন্ত শিশুর জন্মানোকেই প্রজনন (fertility) বলা হয়।
কোনো অঞ্চলে নারীদের সন্তান উৎপাদন এবং জন্মদানের ক্ষমতাকে প্রজনন বলা হয়। প্রজনন স্বাভাবিকভাবে হতে পারে। আবার নিয়ন্ত্রিত ভাবেও হতে পারে। কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়া নারীর স্বাভাবিকভাবে সন্তানের জন্মদানকে স্বাভাবিক প্রজনন (Natural Fertility) বলে। কিন্তু জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে নারীর সন্তান জন্মদানের ক্ষমতা হল তার নিয়ন্ত্রণ প্রজনন (controlled fertility)।