welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

প্রাইমেট নগর-এর বৈশিষ্ট্য (Features of Primate City):

প্রাইমেট নগর-এর বৈশিষ্ট্য (Features of Primate City):


(i) কোনো একটি দেশের বা বৃহৎ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়ো এবং গুরুত্বপূর্ণ নগর হল প্রাইমেট নগর।


(ii) প্রাইমেট নগর-এর দ্বিতীয় বৃহত্তম নগরের ওপর কতটা আধিপত্য আছে সেই অনুসারে গুরুত্ব বা প্রাধান্য নির্ধারিত হয়।


(iii) অনুন্নত দেশগুলিতে প্রাইমেট নগর-এর অন্যান্য নগরের ওপর অতি তীব্র প্রাধান্য থাকে। কিন্তু উন্নত দেশগুলিতে সমগ্র অংশে একই হারে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। ফলে এসব দেশে প্রাইমেট নগর দেশের অন্যান্য নগরগুলির ওপর বেশি প্রভাব ফেলতে পারে না।


(iv) প্রাইমেট নগর দেশের মধ্যে সর্বোচ্চ ক্রম ধারণ করে। এই নগরগুলির অন্যান্য নগরকে নিয়ন্ত্রণ করার প্রবণতা লক্ষ করা যায়। সুন্দর থিয়েটার হল, মিউজিয়াম, বিলাসবহুল দোকান বা শপিং মল এবং অন্যান্য সুযোগ-সুবিধা থাকায় অন্যান্য ছোটো শহরের মানুষকে খুবই আকৃষ্ট করে।


(v) প্রাইমেট নগর বাণিজ্যিক ও প্রশাসনিক প্রাণকেন্দ্র। এখানের অধিবাসীগণ সর্বদা জাতীয়তাবাদী ভাবধারা অনুভব করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01