welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

গ্রামীণ অঞ্চলে পরিবেশের অবক্ষয়(Environmental degradation in Rural Areas):

গ্রামীণ অঞ্চলে পরিবেশের অবক্ষয়(Environmental degradation in Rural Areas):


আমাদের মধ্যে সাধারণত ধারণা আছে এই যে, গ্রামাঞ্চলে পরিবেশগত অবক্ষয়ের মাত্রা শহরের তুলনায় অনেক কম। কিন্তু সর্বদা এই ধারণা সত্য নয়। অনুন্নত ও উন্নয়নশীল দেশের গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের পরিসেবার অভাবে পরিবেশের অবক্ষয় ঘটেছে। 2007 খ্রিস্টাব্দে 'Indian Infrastructure Report-4 গ্রামাঞ্চলে স্বাস্থ্য ও স্যানিটেশন পরিসেবাকে আরও উন্নত করার কথা বলা হয়েছে। কারণ গ্রামাঞ্চলে স্বাস্থ্য ও অন্যান্য পরিসেবার অভাবে অধিবাসীরা নিম্নমানের জীবনযাত্রা পালন করে। এর প্রভাবে দ্রুত পরিবেশের অবনমন (Environmental Degradation) ঘটছে।


এই কারণে এই প্রতিবেদনে গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে, সেগুলি হল-


(i) ফাঁকা জায়গাগুলির অধিগ্রহণ এবং তার সুরক্ষা করা দরকার।

(ii) সর্বদা নোংরা-আবর্জনাযুক্ত জায়গাগুলিকে পরিচ্ছন্ন রাখতে হবে।

(iii) Degraded Area-গুলিকে মুক্ত করা দরকার।

(iv) বন্যপ্রাণী ও গ্রামীণ পরিবেশকে সংরক্ষণ করতে হবে।

(v) বন্যা প্রতিরোধ ও জলনির্গম প্রণালীর কার্য নিয়ন্ত্রণে সুস্থায়ী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা দরকার।

(vi)উপকূলীয় অঞ্চলগুলিকে সুরক্ষিত করতে হবে। 'ইকোটুরিজম' (Echo-tourism) গঠনের মাধ্যমে এখানে পরিবেশকে সংরক্ষণ করা যাবে।

(vii) বনভূমিকে সংরক্ষণ করা একান্তভাবে দরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01