বিশ্বব্যাপী জনসংখ্যার বণ্টন (Distribution of World Population)
পৃথিবীর মোট স্থলভাগের পরিমাণ প্রায় 14 কোটি 90 লক্ষ বর্গকিমি। বিশ্বের মোট জনসংখ্যার 90 ভাগ লোক স্থলভাগে এবং 10 ভাগ লোক জলভাগে বসবাস করে। আমেরিকা সেন্সাস ব্যুরোর তথ্য অনুসারে 2012 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় 700 কোটি। এই বিপুল পরিমাণ জনসংখ্যার ভৌগোলিক বণ্টন অসম প্রকৃতির। জনসংখ্যার এই বণ্টন দুইভাবে আমরা আলোচনা করতে পারি-
(i) মহাদেশ অনুসারে জনসংখ্যার বণ্টন
(ii) ঘনত্ব অনুসারে জনসংখ্যার বণ্টন।