বিক্ষিপ্ত জনবসতি (Dispersed or Scattered Settlemen)
এই ধরনের বসতির ক্ষেত্রে একটি বাড়ি থেকে অন্য বাড়িগুলি অধিক দূরত্বে অবস্থান করে। কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার খামার বসতিগুলি এধরনের বসতির উদাহরণ। এখানে দুটি কিংবা তিনটি গরিবার একসঙ্গে বসবাস করে। পশ্চিমবঙ্গোর জলপাইগুড়ি জেলার 'জোত' বা টাড় গ্রাম অথবা রাঁচি মালভূমির জঙ্গলের নিকটও ধরনের বসতি দেখা যায়।
নদিয়া ও মুরশিদাবাদ জেলার সীমান্ত অঞ্চলে একটি বসতি অন্য বসতি থেকে দূরে অবস্থান করে। এদেরকে 'কালান্তর' বলা হয়।
■ বৈশিষ্ট্য (Characteristics):
বিক্ষিপ্ত জনবসতির নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষণীয়-
(ক) দুটি বাড়ি বা বসতির মধ্যে যথেষ্ট দূরত্ব থাকে।
(খ) পরিবারগুলি খুব ছোটো ছোটো হয়।
(গ) সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে অধিবাসীরা পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকেন।
■ বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ:
(i) কস্তুর ভূপ্রকৃতি (Rugged Landscape): অধিকাংশ বিক্ষিপ্ত জনবসতি বন্ধুর পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে। কৃষিজমির অভাবের জন্যই এমন বসতি গড়ে ওঠে। পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্তভাবে বিস্তৃত ক্ষুদ্রায়তন কৃষিজমিকে কেন্দ্র করে এসব বসতি গড়ে উঠেছে।
(ii) বৃহদায়তন জোত (Large landholdings): উত্তর আমেরিকার প্রেইরী তৃণভূমি অঞ্চলের কৃষিজমিগুলি বৃহদায়তন, কিন্তু জনসংখ্যার পরিমাণ তুলনায় অনেক কম। এই অঞ্চলের কৃষিখামারগুলি পরস্পর থেকে অধিক দূরত্বে বিক্ষিপ্তভাবে অবস্থান করে।
(iii) জলের উৎস (Source of Water): যে অন্যলে প্রায় সর্বত্রই জল পাওয়া যায়, সেই অঞ্চলে প্রধানত বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। অন্যদিকে উয় মরুভূমি অঞ্চলে কেবলমাত্র জলের উৎসের নিকটে বসতিগুলি কেন্দ্রীভূত হয়ে গোষ্ঠীবদ্ধ রূপ নেয়।
(iv) নিরাপত্তা (Security): কোনো অঞ্চলের মানুষ যথেষ্ট নিরাপত্তা ভোগ করলে, সেই অঞ্চলের সর্বত্র মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতে পারে। তখন আর নিরাপত্তা সুনিশ্চিত করতে মানুষকে গোষ্ঠীবন্ধ ভাবে বসবাস করতে হয় না। এই কারণে নিরাপদ অঞ্চলে বিক্ষিপ্ত বসতি লক্ষ করা যায়।
(v) জমির পুনরুদ্ধার (Reclamation of Land): অনাবাদী জমি, জলাভূমি এবং লবণাক্ত ভূমিকে পুনরুদ্ধার করে বসতি গড়ে তুলতে গিয়ে মানুষ বিক্ষিপ্ত বসতির সৃষ্টি করে। যেমন- যেমনভাবে জমির পুনরুদ্ধার করা সম্ভব হয়, তেমনভাবে বসতির বিস্তার চলে। এই কারণে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ে বসতিগুলি। যেমন- পোল্ডারল্যান্ড।
(vi) স্বতন্ত্র বসবাস (Individual Residence): নিজের বাবার ভিটে জমিতে বসবাস করার ইচ্ছা কিংবা স্বাধীনভাবে নিজে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত থাকলে ঘরবাড়িগুলি পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে। ফলে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে।
(vii) ধর্ম ও সংস্কৃতি (Religion and Culture):অনেকক্ষেত্রে আমরা দেখি নীচু জাত, গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি বসতি বিতাড়িত ব্যক্তি মূল বসতি থেকে দূরবর্তী কিংবা গ্রামের বিভিন্ন সীমান্তে বিচ্ছিন্নভাবে বসবাস করে