সর্বসাধারণের সম্পত্তির পরিমাণ হ্রাস (Depleting Common Property Areas):
গ্রামাঞ্চলে সর্বসাধারণের ব্যবহারের জন্য বিভিন্ন জায়গাগুলির পরিমাণ ক্রমশ কমছে। এক-একটি সম্প্রদায় যে বিশেষ ধরনের সম্পদ ব্যবহার করে তার পরিমাণ যেমন কমে আসছে তেমনি অনেক সাধারণ সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তিতে রূপন্তরিত হয়েছে। উপজাতিরা অনেক ক্ষেত্রে অরণ্য সম্পদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জনসংখ্যার চাপ বৃদ্ধির কারণে সর্বসাধারণের ব্যবহারের জন্য সম্পদগুলির গুণগত মানের হ্রাস ঘটছে।
মানুষজন তাদের দারিদ্র্যতার কারণে অরণ্য সম্পদ আহরণ করতে দিয়ে বনভূমি পাংস করে যার প্রত্যক্ষ মালরোক্ষ ক্ষতিকর প্রভাব পরিবেশের পড়ে। সরকারি রাস্তাঘাট ও অন্যান্য কাজের জন্য বসতি অঞ্চলগুলি সরিয়ে দেওয়া হয়। অনেকক্ষেত্রে যথাযথভাবে পুনর্বাসন দেওয়া হয় না। এর ফলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সমস্যা তীব্র আকার ধারণ করে।