welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

দার্জিলিং-জলপাইগুড়ি শিল্পাঞ্চল(Darjeeling-Jalpaiguri Industrial Region)

দার্জিলিং-জলপাইগুড়ি শিল্পাঞ্চল(Darjeeling-Jalpaiguri Industrial Region)


উত্তরবঙ্গের এই একটিমাত্র শিল্পাঞ্চলে চা শিল্পের ব্যাপক কেন্দ্রীভবন ঘটেছে। এর কারণ স্থানীয় (1) উষ্ম ও আর্দ্র জলবায়ু, (৪) দার্জিলিং-এ ধাপে ধাপে চা বাগিচা গড়ে তোলার সুবিধা ও ডুয়ার্সের হিমালয় পাদদেশের জলনিকাশী ঢালু ভূমিগুলি, (iii) সুলভ আদিবাসী শ্রমিকের প্রাচুর্য, (IV) চা বাজারজাত করার প্রচুর সুবিধা, (v) দার্জিলিং এ উৎপন্ন চা এর উচ্চ গুণমান ইত্যাদি।

চা শিল্প ছাড়াও কাষ্ঠ নির্ভর শিল্প যেমন কাঠ চেরাই, প্লাইউড, আসবাবপত্র নির্মাণ প্রভৃতি শিল্প উল্লেখযোগ্য।

দুগ্ধশিল্প গড়ে উঠেছে মাটিগাড়ায় সরকারি দুগ্ধ ফার্মে।

উত্তরবঙ্গে ভাল কমলালেবু ও আনারস জন্মে। ফলরস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে ক্ষুদ্র ও সরকারি উদ্যোগে।

রেশম শিল্প উল্লেখযোগ্য উন্নতি করেছে। শিলিগুড়ির অদূরে মাটিগাড়ায় রেশম চাষের খামার রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01