welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

আন্তর্জাতিক পরিব্রাজনের বর্তমান গতিপ্রকৃতি(Current trends in International Migration)

আন্তর্জাতিক পরিব্রাজনের বর্তমান গতিপ্রকৃতি (Current trends in International Migration)


বিশ্ব সভ্যতার ইতিহাসে মানুষের দলে দলে পরিব্রাজনের অসংখ্য ঘটনা আছে। উদাহরণস্বরূপ বলা যায় 1846 খ্রি: থেকে 1939 খ্রি: পর্যন্ত ইউরোপ থেকে 59 মিলিয়ন লোক উত্তর ও দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে চলে এসেছিল। International Organisational Migration (IOM) দাবি করেছে যে, 1965 খ্রি: থেকে 2000 খ্রি: মধ্যে পৃথিবীতে পরিব্রাজনকারী মানুষের সংখ্যা 75 মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে হয় 150 মিলিয়ন। UN Population Division 2002 খ্রি: পরিসংখ্যান দিয়ে বলে যে, 185 মিলিয়ন লোক তাদের দেশের বাইরে 12 মাস ধরে আছেন। বর্তমানে প্রায় উদ্বাস্তু মানুষ বা Internally Displaced Persons (IDPS)-এর সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে যেসব আন্তর্জাতিক পরিব্রাজনের ঘটনা ঘটছে সেগুলি বেশি অনুন্নত দেশগুলির মধ্যে সম্পন্ন হচ্ছে। Philip L. Martin তাঁর রচিত "Migration hump" তত্ত্বে উল্লেখ করেন যে উদারনীতিকরণের ফলে পরিব্রাজনের দীর্ঘমেয়াদি হার কমেছে কিন্তু স্বল্পমেয়াদি পরিব্রাজনের হার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পৃথিবীর বেশির ভাগ দেশগুলিতে রাজনৈতিক নিয়মের বেড়াজাল এবং সরকারি অন্যান্য দৃঢ় নীতি গ্রহণের ফলে এক দেশ থেকে অন্য দেশে অবাধে প্রবেশ কিংবা থাকার ওপর প্রচুর বিধিনিষেধ আরোপিত হচ্ছে। এর একটি অন্যতম কারণ হল বিশ্বজুড়ে তীব্রসন্ত্রাসবাদী হামলা। অবৈধ অনুপ্রবেশকারীর দল এখন বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমানায় সক্রিয় রয়েছে। নেপাল-ভারত সীমান্ত, বাংলাদেশ-ভারত সীমান্ত, সুন্দরবন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীর দল প্রচুর পরিমাণে ভারতে প্রবেশ করছে। এগুলি অবৈধ অনুপ্রবেশের উদাহরণ।


পৃথিবীব্যাপী পরিব্রাজন রিপোর্ট (Worldwide Migration Report, 2005):


International Organisation for Migration 2005 খ্রিস্টাব্দে পৃথিবীব্যাপী পরিব্রাজনের যে রিপোর্ট পেশ করেছেন তার সারমর্ম হল নিম্নরূপ:

(1) 2005 খ্রিস্টাব্দে সমগ্র বিশ্বে 185-192 মিলিয়ন পরিব্রাজন ঘটেছে।

(11) 2000 খ্রিস্টাব্দে 175 মিলিয়ন আন্তর্জাতিক পরিব্রাজন সম্পন্ন হয়েছে। পৃথিবীর প্রতি 35 জন ব্যক্তি প্রতি একজন করে আন্তর্জাতিক পরিব্রাজনে যুক্ত ছিলেন।

(iii) পৃথিবীর মোট জনসংখ্যার 2.9% পরিব্রাজনে যুক্ত আছে।

(iv) আন্তর্জাতিক পরিব্রাজকদের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক নারী সম্প্রদায়ের (48.59%) অ

(v) 1970 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক পরিব্রাজকের সংখ্যা ছিল ৪২ মিলিয়ন এবং 2000 খ্রিস্টাব্দে ৫ সংখ্যা হয় 175 মিলিয়ন।

(খ) পরিব্রাজনের প্রবাহের অভিমুখ এখন শ্রমিকের জোগানের অঞ্চলমুখী হয়েছে।

(vii) পৃথিবীর কিছু কিছু অঞ্চল থেকে পরিব্রাজকের সংখ্যা ক্রমশ কমছে।

(vii) এশিয়ান পরিব্রাজকের সংখ্যা 1970 খ্রিস্টাব্দে ছিল 281 মিলিয়ন এবং 2000 খ্রিস্টাব্দে ত বৃদ্ধি পেয়ে হয় 43.৪ মিলিয়ন। কিন্তু এই সময়ের মধ্যে এশিয় পরিব্রাজকের উদবৃত্ত 349% থেকে কমে হয় 25%

(ix) ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে পরিরাজকের সংখ্যা 7.1% থেকে কমে দাঁড়ায় ২.4%। ইউরোপে পরিব্রাজকের সংখ্যা 22.9% থেকে কমে হয় 18.7%। ওশিয়ানিয়াতে এ পরিমাণ 3.7% থেকে কমে হয় 3.3%!

(x) একমাত্র উত্তর আমেরিকা এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নে (USSR) উদ্‌বৃত্ত পরিব্রাজক (197) খ্রিস্টাব্দ থেকে 2000 খ্রিস্টাব্দে পাওয়া গেছে। উত্তর আমেরিকাতে 15.9% থেকে বৃদ্ধি পেয়ে 23.3% এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নে 3.৪% থেকে বৃদ্ধি পেয়ে 16.8% পৌঁছায়।

(xi) পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি দেশের মধ্যে উদ্‌বৃত্ত পরিব্রাজক লক্ষ করা যায়।

(xii) পৃথিবীর 75% আন্তর্জাতিক পরিব্রাজক 12% দেশের মধ্যে সীমাবন্ধ আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01