welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

নগর সম্প্রসারণের ফলাফল (Consequences of Urban Sprawl):

নগর সম্প্রসারণের ফলাফল (Consequences of Urban Sprawl):


OECD (2000 খ্রি.)-এর মতে, নগরের সম্প্রসারণের ফলে প্রচুর নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়। সবুজ পরিবেশ ক্রমশ ধ্বংস হতে থাকে। পরিকাঠামো উন্নয়ন ও শক্তি ব্যবহারে ব্যয় অত্যন্ত বৃদ্ধি পায়, ভূমির ব্যবহারের মধ্যে অনেক বৈচিত্র্য আসে, সামাজিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পায়। যানবাহন জট আনেক বৃদ্ধি পায় এবং পরিবেশ দূষণের মাত্রা অনেক বৃদ্ধি পায়।

Wassmer (2005 খ্রি.) নগর সম্প্রসারণের ধনাত্মক (Positive) প্রভাব হিসেবে কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন। যেমন- নিজের ইচ্ছেমতো বাড়ি কিংবা ফ্ল্যাট পাওয়া যায়। নিজস্ব গাড়িতে চলাফেরার সুবিধা, নতুন নতুন জমি কেনা, নাগরিক পরিসেবার উন্নতি এবং শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, পানীয় জল প্রভৃতির গুণগত মান অনেক বৃদ্ধি পায়।

Siedentrop (2005 খ্রিস্টাব্দ) নগরের সম্প্রসারণের ফলে যেসব পরিবর্তন ঘটে সেইসব বিষয়ের উল্লেখ করেছেন-

(i) বাস্তুতান্ত্রিক প্রভাব (Ecological impact): নগরের সম্প্রসারণের ফলে ঘরবাড়ি বিক্রি যেমন বৃদ্ধি পায় তেমনি জমির পরিমাণ ক্রমশ কমতে থাকে। মৃত্তিকার গুণাগুণ হ্রাস পায়। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা ক্রমশ কমতে থাকে। কৃষিজমি প্রচুর পরিমাণে ধ্বংস হয়। এর ফলে প্রাকৃতিক বাস্তুতন্ত্রেহয়।

সমাজ ও স্বাস্থ্যে প্রভাব (Social and Health impact): "Sprawl leads to an erosioof functioning urban cores. This has not only social and infrastructural consequences but also impacts on innovation capacity of regional economies in formless space, creative miliens may develop worse." (Cervero et al. 1997)

নগর সভ্যতার সম্প্রসারণের ফলে নতুন নতুন শহুরে অঞ্চলে সামাজিক যোগাযোগ অনেক শিখিল হয়ে পড়ে। মানুষ অনেক যান্ত্রিক হয়ে ওঠে। মানুষের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য অনেক বেশি হয়।

চিকিৎসাক্ষেত্রে মানুষের পরিসেবা উন্নত হয়। হাসপাতাল, নার্সিংহোম এবং অন্যান্য চিকিৎসাকেন্দ্র গড়ে ওঠে। মানুষের গড় আয়ু গ্রামের মানুষের তুলনায় বেশি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01