welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

কফি চাষের উপযোগী অবস্থা (Conditions of Growth for Coffee)

কফি চাষের উপযোগী অবস্থা (Conditions of Growth for Coffee)


দঃ ভারতে কফি চাষ

ভারত কফি উৎপাদনে পৃথিবীতে সপ্তম স্থান (২.৯৮ লক্ষ টন, ২০১৯-২০) অধিকার করে। ভারত কফি চাষ-এর শুরু ১৮৩০০ খ্রিস্টাব্দে।

তবে চা যেমন উত্তর ভারত ও দক্ষিণ ভারত উভয় অঞ্চলেই উৎপন্ন হয়, কফি কিন্তু কেবল দক্ষিণ ভারতেই উৎপন্ন হয়। কারণ তুহিন ও তুষারপাত কফি চাষের পক্ষে ক্ষতিকর বলে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে কফি চাষের অন্যান্য অবস্থা অনুকূল থাকলেও বাণিজ্যিকভাবে কফি চাষ সম্ভব হয় না। অপরপক্ষে চা গাছ তুহিন ও তুষার সহ্য করে।

কর্ণাটকের কোডাগু, চিকমাগালুর ও হাসান জেলা: কেরালার ওয়েনাদ, ট্র্যাভাঙ্কুর: তামিলনাড়ুর পালনি, নীলগিরি, শেভরয়, আল্লামালাই প্রভৃতি জেলায় ভালো কফি উৎপন্ন হয়।


দক্ষিণ ভারতে কফি উৎপাদনের কারণ:

প্রচুর সারা বৃষ্টিপাত ও নিরক্ষীয় বলয়ের কাছাকাছি অবস্থানের জন্য,বছর উপযুক্ত উন্নতা, তুহিন ও তুষার মুক্ত শীতকাল,পাহাড়ি রুমনিম্ন ও ঢালু জমি, লাভাজাত উর্বর মৃত্তিকা,ভারতের কফি উৎপাদক অঞ্চল দক্ষিণ ভারতীয় সুলভ শ্রমিক, রেল ও সড়কপথে বাগিচাগুলির সাথে বন্দর ও ভারতের বিভিন্ন শহরের উন্নত যোগাযোগ থাকায় কফি বাজারের নৈকট্য।

উপরোক্ত কারণসমূহ ভারতে কফি চাষের উন্নতির কারণ। তবে দেশে চা-এর জনপ্রিয়তা বেশি হওয়ায় কফির চাহিদা কম। ফলে অধিকাংশ কফি বিদেশে রপ্তানি হয়।

ভারতে কফি চাষে নিয়োজিত জমির পরিমাণ ৩৯৭ লক্ষ হেক্টর। এর অধিকাংশই রয়েছে কর্ণাটক (৫৪.৯৫ ৩৬), কেরালা (২১.৩৩ ৭৬) ও তামিলনাড়ুতে (৮.১৮৭৬)

ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা সংস্থা কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত।

রপ্তানিঃ ভারতের কফির প্রধান আমদানিকারক দেশগুলি হল- ইতালি, রাশিয়া, জার্মানী, বেলজিয়াম, তুরস্ক প্রভৃতি দেশে ভারতের কফি রপ্তানি হয়। ২০১৬-১৭ খ্রীস্টাব্দে রপ্তানির পরিমাণ ছিল ২.৮৯ লক্ষ টন কফি, যার আর্থিক মূল্য প্রায় ৫,৬৪৬ কোটি টাকা।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01