মহানগর সম্পর্কিত ধারণা (Concept of Metropolis):
'Metropolis' কথাটি একটি গ্রিক শব্দ যার অর্থ হল 'মূলনগর' বা মহানগর। ভারতীয় আদমশুমারি অনুসারে যেসব নগরের জনসংখ্যা 10 লক্ষ বা তার বেশি তাকে মহানগর (Metropolis) বলা হয়। মহানগরগুলি অনুসারে স্কৃেতি, শিল্পকর্ম, বাণিজ্যিক আদানপ্রদান, প্রশাসনিক কাজকর্ম, চিকিৎসা প্রভৃতির জন্য প্রসিদ্ধ হয়। মিনার গুলিতে প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ জীবন-জীবিকার সন্ধানে যাতায়াত করেন। কলকাতা মহানগর, মুম্বাই মহানগর, দিল্লি প্রভৃতি এই ধরনের নগরের অন্তর্গত। কলকাতা, সল্টলেক, গড়িয়া, ডায়মন্ডহারবার, বাণুইপুর, ব্যারাকপুর, বিধাননগর নিয়ে বর্তমানের কলকাতা মেট্রোপলিস গড়ে উঠেছে।