জনসংখ্যার গঠন (Composition of Population)
ভূমিকা (Introduction):
জনসংখ্যার গঠন বলতে কোনো দেশের কিংবা অঞ্চলের জনসংখ্যার বয়স এবং লিঙ্গ-ভিত্তিক (মহিলা-পুরুষ) বিন্যাসকে বোঝানো হয়। কোনো দেশের জন্মহার বৃদ্ধির অর্থ শিশু জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি। আবার জন্মহার হ্রাস পাওয়ার অর্থ হল শিশু জনসংখ্যার পরিমাণ হ্রাস। এভাবে আমরা কর্মক্ষম জনসংখ্যা, শিশু জনসংখ্যা, বৃদ্ধ জনসংখ্যা প্রভৃতি জনসংখ্যার গঠন থেকে বুঝতে পারি। মহিলা-পুরুষ অনুসারে জনসংখ্যার গঠন কিংবা বিভিন্ন বয়স অনুসারে জনসংখ্যাকে বণ্টন করলে জনসংখ্যার গঠন কাঠামো নির্ধারণ করা সম্ভব হয়।
জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক গঠন থেকে দুটি বিষয় আমরা বুঝতে পারি-
(1) বয়সভিত্তিক মহিলা-পুরুষ অনুপাত বা জনসংখ্যা পিরামিড (Age-Sex Pyramid),
(ii) নির্ভরশীল অনুপাত (Dependency Ratio)|
জনসংখ্যা পিরামিড (Age-Sex Pyramid) :
জনসংখ্যা পিরামিডকে Age-Sex পিরামিডও বলা হয়। যে চিত্রের সাহায্যে নারী এবং পুরুষভেদে কোনো দেশের বিভিন্ন বয়সের জনসংখ্যার আয়তন এবং প্রভাব দেখানো হয়, তাকে জনসংখ্যা পিরামিড বলা হয়।
এই পিরামিড থেকে জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি, নারী জনসংখ্যা, স্ত্রী জনসংখ্যা, জন্মমৃত্যু হার প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।