welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

চিপকো আন্দোলন (Chipko movement)

চিপকো আন্দোলন (Chipko movement)


১৯৬৮, ১৯৭২, ১৯৭৪, ১৯৭৭, ১৯৭৮ প্রভৃতি বিভিন্ন সময়ে গাড়োয়াল হিমালয়ে অরণ্যরক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন চিপকো আন্দোলনের সলো যুক্ত নারী-পুরুষেরা। সরলা বেন, মীরা বেন, সুন্দরলাল বহুগুনা, গোপেশ্বর, চন্দ্রিকা প্রসাদ, গৌরীদেবী প্রমুখ পরিবেশপ্রেমীরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।


গাড়োয়াল হিমালয়ে অরণ্যরক্ষায় এ গিয়ে এসেছিলেন পুরুষের সঙ্গে বহু আদিবাসী নারী। এরা এক একটি গাছকে সন্তানের মতো জড়িয়ে ছিলেন এবং দিন-রাত্রি সবাই মিলে অরণ্য পাহারা দিয়েছিলেন। ফলে সরকারীকর্মী ও ঠিকাদারদের গাছকাটার প্রচেষ্টা প্রতিবারই ব্যর্থ হয়। সার্থক হয় চিপকো আন্দোলন (চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা)।


একসময় সরকারকে এই অরণ্যকাটার পরিকল্পনা পরিত্যাগের কথা ঘোষণাকরতে হয়। চিপকো আন্দোলনের সাফল্য ভারতের অন্যত্র পরিবেশ সংরক্ষণ আন্দোলনে উৎসাহ জোগায়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01