মহানগরের বৈশিষ্ট্য (Characteristics of Metropolia):
(i) এটি হল কোনো নগরের বৃহত্তম রূপ।
(ii) এখানে শিক্ষা, স্বাস্থ্য, আমোদ-প্রমোদ, বাজার, চিকিৎসা, বিভিন্ন ধরনের পরিসেবা, এমনকি নাগরিক সুযোগ-সুবিধা প্রভৃতি পাওয়া যায়।
(iii) মহানগরে যেমন বিশাল বিশাল অট্রালিকা থাকে, তেমনি বস্তি, কলোনি, অফিস প্রভৃতির অবস্থান লক্ষণীয়।
(iv) মহানগরের মধ্যেই নাগরিক সুখ-স্বাচ্ছন্দ্য সবচেয়ে বেশি দেখা যায়।
(v) শিল্প, ব্যাবসায়িক প্রতিষ্ঠান, যোগাযোগ দপ্তর, সরকারি আফিস প্রভৃতি এখানে অবস্থিত হয়।
(vi) মহানগরের সঙ্গে ছোটো ছোটো শহর যুক্ত থাকে এবং বৃহত্তর মহানগরে পরিণত হয়।