নগর সম্প্রসারণের কারণ (Causes of Urban Sprawl):
Siedentop. 2005 খ্রিস্টাব্দে নগরের সম্প্রসারণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, নগরের সম্প্রসারণ সংক্রান্ত দুটি পরস্পর বিপরীতধর্মী ব্যাখ্যা পাওয়া যায়।
প্রথমত, নগরের সম্প্রসারণের জন্য জমির প্রয়োজন হয়। তাই নগর সম্প্রসারণের অন্যতম চালিকা করি হল- বাড়ি নির্মাণের জন্য জমি ক্রয়। এ ছাড়া কোম্পানি (শিল্প) এবং জনসাধারণের ব্যবহারের জন্য ছুটির দরকার হয়। আর্থিক স্বাচ্ছন্দ্য, ধন-দৌলতের প্রাচুর্য, গাড়ি রাখার পর্যাপ্ত স্থান এবং অবস্থান ও মানুষের শুদ্দের জায়গা এই বিষয়গুলিও নগর সম্প্রসারণের অন্যতম নিয়ন্ত্রক।
দ্বিতীয়ত, নগরের সম্প্রসারণ একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে ঘটে। বেশির ভাগ জনগণ স্বল্পবসতিযুক্ত মার আরবান (sub-urban) অঞ্চলে গিয়ে বসবাস করা পছন্দ করেন। স্থানীয় যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত অন্যান্য পরিকাঠামো ও সুযোগ-সুবিধা নগরের সম্প্রসারণ ঘটায়। এই মতের মূল বক্তব্য হল এই যে, "Lirban Planning is the main cause of sprawl." অর্থাৎ নগর পরিকল্পনাই নগর সম্প্রসারণের কারণ।
প্রথমে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল গড়ে ওঠে। এই বাণিজ্য অঞ্চল থেকে বিভিন্ন দিকে পরিবহণ ও অন্যান্য সুযোগ-সুবিধাকে কেন্দ্র করে নগরের সম্প্রসারণ ঘটতে থাকে। ব্যাবসাবাণিজ্য এবং অন্যান্য অর্থনৈতিক কাজকর্মের সুযোগ-সুবিধা যত বৃদ্ধি পায় নগরের সম্প্রসারণ তত দ্রুতগতিতে চলতে থাকে।
নগরের সম্প্রসারণে তিনটি নিয়ন্ত্রক অত্যন্ত গুরুত্বপূর্ণ-
(a) পরিবহণ ব্যয় হ্রাস, (b) আয় বৃদ্দিদ্ধ এবং (c) মোট জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। এই সমস্ত নিয়ন্ত্রকগুলির এভাবে নগরের আয়তন ক্রমশ বৃদ্ধি পায়। নগরের সীমান্তবর্তী অঞ্চলের কৃষিজমি শহরে অঞ্চলের বসতি ও বাণিজ্যের কেন্দ্রে রূপান্তরিত হতে থাকে। শহরের চারদিকে জনসংখ্যা বৃদ্ধি পায়। একটি বা দুটি নির্দিষ্ট খানকে কেন্দ্র করে নগরের সম্প্রসারণ প্রক্রিয়া চললে ওই নির্দিষ্ট স্থানদুটিতে জনসংখ্যা ও কর্মপরিধির পরিবর্তন ঘটে। কিন্তু অসংখ্য ছোটো ছোটো শহরগুলির সম্প্রসারণ ঘটতে থাকলে একসময় বৃহত্তর নগরে রূপান্তরিত হয়। তখন প্রতিটি উপকেন্দ্রের চারপাশের জনসংখ্যার বৃদ্ধি ঘটে।
কোনো নির্দিষ্ট C.B.D. অঞ্চল থেকে বিভিন্ন দিকে পরিবহণ ব্যয় যত কমে যায় বা মানুষের গড় আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, নগরের সম্প্রসারণ প্রক্রিয়া তত সহজ হয়। কিছু কিছু সামাজিক অবস্থা আছে যেগুলিও এর জন্য দায়ী। Urban fringe বা শহরের সীমান্ত অঞ্চলগুলিতে যত কম দামে জমি পাওয়া যাবে নগরের সম্প্রসারণ প্রক্রিয়া তত অনুকূল হবে।