welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বসতি সৃষ্টির কারণ (Causes of Origin of Settlements):

বসতি সৃষ্টির কারণ (Causes of Origin of Settlements):


ঠিক কী কারণে বসতির উদ্ভব ঘটেছে তা আমাদের কাছে সুস্পষ্ট নয়। সভ্যতার আদি লগ্নে কৃষি-গাজর আগে মানুষ খাদ্য ও জলের সন্ধানে যাযাবরের মতো ঘুরে বেড়াত। মানুষ কেন এবং কীভাবে স্থায়ী পতি তৈরি করল সে প্রসঙ্গ্যে ঐতিহাসিকগণ এবং নৃতত্ত্ববিদগণ নিম্নলিখিত কারণগুলি উল্লেখ করেছেন।


ধর্মীয় কারণ (Religions Factor): আদিম যাযাবর মানুষের বসবাসের কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। মৃত্যুর পরে তাদেরকে মাটিতে কবর দেওয়া হত। যাযাবর ওইসব মানুষ তাদের পূর্বসূরিদের যতির প্রতি বাদ্ধা নিবেদনের জন্য কবরস্থানগুলিতে স্থায়ী পুরোহিত নিয়োগ করত এবং পুজা অর্চনায় সশান হয়ে উঠল এসব কবরস্থল। এভাবে এসব পরিবারের পকুম কর্ষণের জন্য জনবসতি গড়ে উঠলায় বয়ে 

উংস্কৃতিক কারণ (Cultural Factor): পরিবারের পুরুষ সদস্যরা মহিলা ও শিশুদের কোনো নিরাপদ আশ্রয়ে রেখে খাদ্যের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। পুরুষ সদস্যগণ যেসব উপালন সংগ্রগ্রহ গৃহ আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ প্রভৃতি নানা বানাত। এভাবে ধীরে ঘরবাড়ি তৈরি হতে লাগল এবং বসতি গড়ে উঠল। 

রাজনৈতিক কারণ (Political Factor): সমাজের শিক্ষক, পুরোহিত, মহিলা, শিশুদের অনান্যা উপজাতিরা প্রায়ই আক্রমণ করত। ফলে তাদের রক্ষা করার জন্য সৈন্যরা বসতিতে বাস করত। জমিয়ে উপজাতিদের অধিকারের জন্য রাজনৈতিক নেতার দরকার ছিল। আবার ধর্মীয় নেতাদেরও জীবন রক্ষার উলা প্রতিরক্ষার প্রয়োজন। এজন্য নিরাপত্তার কারণে চারদিকে প্রাচীর দিয়ে ঘিরে তাদের মাঝে ঘরবাড়ি তৈঞ্জি করে বসতি গড়ে ওঠে।

অর্থনৈতিক কারণ (Economic Factor): আদিম জনগোষ্ঠী শিকার এবং আহরণের মাধ্যমে খাদ্যদ্রব্য সংগ্রহ করত। এইসব খাদ্য ধর্মীয় ও রাজনৈতিক নেতা, মহিলা, শিশু ও সৈন্যরা খেত। কিন্তু দুর্ভিক্ষ, খরা, বন্যা এসব দুর্যোগের সময় যাতে খাদ্যের ঘাটতি না পড়ে তার জন্য খাদ্য সম্পদ সংরক্ষণের ঘরবাড়ি বা বসতি তৈরি হল।

জীবিকাগত কারণ (Occupational Factor): মানুষ প্রথমদিকে অরণ্য থেকে ফলমূল ও অন্যান্য খাদ্য সম্পদ আহরণ করত। কিন্তু এইসব অরণ্য অঞ্চলে খাদ্যের জোগানের ঘাটতি দেখা দিল, ধীরে ধীরে কৃষিকাজ শিখল মানুষ। কৃষিক্ষেত্রকে কেন্দ্র করে বসতি গড়ে উঠল।

প্রাত্যহিক জীবনযাত্রা (Day to Day Life): ঘরবাড়ি বা বাসগৃহ মানুষের জীবনযাত্রার প্রাণকেন্দ্র,আদিম গৃহাবাসী মানুষ থেকে বর্তমান কালের সুউচ্চ অট্টালিকা সবই বসতির অন্তর্গত। বসবাসের জন্য বিভিন্ন সম্পদ সঞ্চয় এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার জন্য ঘরবাড়ি একান্ত প্রয়োজন। ফলে মানুষ জমিতে স্বামী বসতিবাড়ি বা বসতি গড়ে তুলতে আগ্রহী হল।


বসতির শ্রেণিবিভাগ (Classification of Settlement):

বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যকলাপ, স্থায়িত্ব, প্রাচীনত্ব, আয়তন প্রকৃতির ওপর নির্ভর করে বসতির শ্রেণিবিভাগ করা হয়। প্রধানত মানুষের অর্থনৈতিক কর্মধারা এবং সামাজিক প্রেক্ষাপটে বসতিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়- গ্রামীণ বসতি (Rural Settlement) এবং পৌর বসতি (Urbon Settlement)। তবে সময়ের সঙ্গে তাল রেখে এখন কোনো বসতির যে বিন্যাস আমরা দেখি তা ভবিষ্যতে বিবর্তিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01