ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ (Causes for high growth of Population in India)
ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার অধিক। এর কারণগুলি হল।
(ক) স্বল্প মৃত্যুহার: বিংশ শতকের প্রথমার্থে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত কম ছিল। কারদ সেই সময় ভারতে মৃত্যুহার বেশি ছিল। সাম্প্রতিককালে ভারতের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছ। 2000 খ্রিস্টাব্দের হিসাবে ভারতের মৃত্যুহার হাজারে মাত্র ৭ জন।
■ সাম্প্রতিককালে ভারতে মৃত্যুহার কমে যাওয়ার কারণগুলি হল-
(i) মহামারি নিয়ন্ত্রণ: বর্তমানকালে মহামারির প্রকোপে মৃত্যুর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেরেছে।
(ii) দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ: সরকারি নানা পরিকল্পনা এবং প্রকল্প রূপায়ণের দ্বারা দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
(iii) চিকিৎসার সুযোগ বৃদ্ধি এবং জীবনদায়ী ওষুধের প্রয়োগ: দেশে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা স্বাধীনতার পর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এর ফলে গ্রামের মানুষও আধুনিক চিকিৎসার সুযোগ পায়। এর ফলে শিশু মৃত্যু, প্রসূতি মায়ের মৃত্যু এবং অকাল মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে।
(খ) উচ্চ জন্মহার: ভারতের জন্মহার সাম্প্রতিককালে সামান্য হ্রাস পেয়েছে। তা সত্ত্বেও ভারতের জন্মহার ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলির তুলনায় বেশি।
■ উচ্চ জন্মহারের কারণ:
(i) বাল্যবিবাহ এবং পুত্র সন্তানলাভের আকাঙ্ক্ষা।
(ii) শিক্ষা ও সচেতনতার অভাব। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণার অভাব এবং সামাজিক ও ধর্মীয় সংস্কারের প্রভাব।
(iii) শ্রমনির্ভর কৃষি পদ্ধতি। এই ধরনের কৃষি পদ্ধতিতে পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি পেলে সুবিধা
(iv) ভারতে মন্থর নগরায়ণের প্রভাব।
(v) স্ত্রীশিক্ষার অভাব। সচেতন এবং শিক্ষিতা নারীর অধিক সন্তানলাভের আকাঙ্ক্ষা থাকে না।
(vi) বহুবিবাহ ও ধর্মীয় অনুশাসন অনেক ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির সহায়ক হয়েছে। কিছু কিছু সম্প্রদয়ের মধ্যে বিবাহের প্রচলন আছে।
(গ) শরণার্থীর আগমন : স্বাধীনতার পর পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা প্রভৃতি প্রতিবেশী রাষ্ট্র থেকে ভারতে বারবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর ফলে ভারতের মোট জনসংখ্যার বৃদ্ধি পেয়েছে। 1971 খ্রিস্টাব্দের মুক্তিযুদ্ধের সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ) থেকে বিপুল পরিমাণ শরণার্থী ভারতবর্ষে আসতে থাকেন। এখন নানা কারণে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে।