গাড়ি শিল্পাঞ্চল সমূহ(Car manufacturing Regions)
গাড়ি শিল্প থেকে আয়ের প্রায় ৩৫% এই অঞ্চল থেকে আসে। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় গাড়ি তৈরির শিল্পাঞ্চল দক্ষিণ ভারতের তামিলনাড়ুর চেন্নাইকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফোর্ড, মিৎসুবিসি, BMW, নিসান, হাইউন্ডাই, রেনাল্ট, ডার্টসুন, হিন্দুস্থান মোটক্স, ডাইমলার (Daimler) প্রভৃতি কোম্পানির কারখানার এখানে গাড়ি উৎপাদন হয়। এছাড়া রয়েছে হেভি ভেহিকল ফ্যাক্টরি ও ইঞ্জিন ফ্যাক্টরি। ব্যাঙ্গালোরে টয়োটার গাড়ি তৈরির কারখানা রয়েছে।
পশ্চিম ভারতের গাড়ি শিল্পাঞ্চল:
গাড়ি শিল্প থেকে আয়ের প্রায় ৩৩% এই অঞ্চল থেকে আসে ।মুম্বাই থেকে পুনে পর্যন্ত চাকান (Chakan) করিডোরে গাড়ি শিল্পের পশ্চিমাঞ্চলের কেন্দ্রীভবন ঘটেছে। অডি, ভয়াগন ও স্কোডা (আউরঙ্গাবাদ), মাহিন্দ্র এন্ড মাহিন্দ্র এর Suv তৈরির কারখানা (নাসিক) এই অঞ্চলে অবস্থিত। এছাড়া রয়েছে টাটা মোটরস, জেনারেল মোটরস, মারসিডিজ বেঞ্জ, ল্যান্ড রোভার, জাগুয়ার, ফিয়াট ও ফোর্স মোটক্স এর যন্ত্রাংশ জুড়ে গাড়ি তৈরি কারখানা (Assembly Plants)। পশ্চিমে গুজরাট-এ গাড়ি শিল্প উন্নতি ঘটেছে। জেনারেল মোটরস, হালোল (Halol)-এ, টাটা ন্যানো সানন্দ-এ গড়ে উঠেছে।
উত্তর ভারতেরগাড়ি শিল্প:
গাড়ি শিল্প থেকে আয়ের প্রায় ৩২% এই অঞ্চল থেকে আসে। এটি রাজধানী দিল্লীকে ঘিরে ও পাশ্ববর্তী অঞ্চলে গড়ে উঠেছে। হরিয়ানার গুরগাঁও ও মানেসর-এ দেশের বৃহত্তম গাড়ি তৈরির কোম্পানী মারুতি সুজুকির কারখানা অবস্থিত। ভারতে হোন্ডার গাড়ি তৈরির কারখানা রয়েছে।
পূর্ব ভারতেরগাড়ি শিল্প:
কলকাতায় দীর্ঘকালের হিন্দুস্থান মোটরস কারখানাটি বন্ধ হয়ে গেছে। খড়গপুরে টাটা হিতাচী কর্পোরেশন গাড়ীর যন্ত্রাংশ তৈরী করে।