welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বিশ্বের ভাষা পরিবারের শ্রেণিবিভাগ

বিশ্বের ভাষা পরিবারের শ্রেণিবিভাগ


1977 খ্রিস্টাব্দে Hammond পৃথিবীকে বিভিন্ন ভাষা পরিবারে বিভক্ত করেছেন। প্রধান ভাষা পরিবার

(i) ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার- (a) জার্মানিক গোষ্ঠী, (b) রোমান গোষ্ঠী, (c) স্লোভিক ক) বাল্টিক, (০) আলবেনিয়ান, (1) গ্রীক, (g) আমেরিকান, (h) ইন্দো-ইরানিয়ান।

(ii) আফ্রো-এশিয়াটিক। (iii) নাইজার-কঙ্গো। (iv) সাহারান। (v) সুদানিক। (vi) খোইসান ৪) ইউরাল-আটলান্টিক। (viii) সিনো-তিব্বতীয়। (ix) জাপানিজ এবং কোরীয়। (x) দ্রাবিড়ীয়। অস্ট্রো-এশিয়াটিক। (xii) মালয়-পলিনেশিয়। (xiii) পাপুয়া এবং অস্ট্রেলিয়। (xiv) আমেরিকা-ভারতীয়।

অন্যান্য (a) বাস্কে, (b) ককেশিয়, (c) আন্দামানিয়, (d) ভিয়েতনামিয়, (৩) প্যালিও এশিয়াটিক এতিমো-এলিট (A Leut)

ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার: পৃথিবীতে 20টি প্রধান ভাষা পরিবার আছে। এর মধ্যে ইন্দো-ইউরোপীয়

ভাষাতে পৃথিবীর অর্ধেকের বেশি লোক কথা বলেন। আজকের দিনে ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের মধ্যে ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি লোক মনের ভাব প্রকাশ করেন। ভাষাতত্ত্ববিদগণ বলেছেন যে, Proto- Indo-European ভাষার প্রচলন পূর্ব-মধ্য ইউরোপে এবং তুরস্কে দেখা যায়। রোমান সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে দেখা যায় যে, ভাষার প্রসারও এই সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সম্পর্কযুক্ত। পরবর্তীকালে ল্যাটিন ভাষা প্রায় মুমূর্ষু অবস্থায় পৌঁছাতে দেখা যায়। ইটালি, ফ্রেঞ্চ এবং অন্যান্য রোমান ভাষার উত্থান ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারকে সমৃদ্ধ করেছে।

এই ভাষার মাধ্যমে ইউরোপের অধিকাংশ দেশ, C.I.S.-এর অন্তর্গত দেশসমূহ, উত্তর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের নাগরিকগণ কথা বলেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে পরিব্রাজনের ফলে এবং ইউরোপীয় উপনিবেশ গঠনকালে ইউরোপীয় ভাষাগুলি, যেমন- ইংরেজি, পোর্তুগিজ, স্প্যানিশ, ফ্রেন্চ প্রতি ভাষার বিস্তার ঘটেছে। আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আফ্রিকা মহাদেশেও এই ভাষার প্রচলন আছে।

পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এই ভাষা ব্যবহার করেন। এই ভাষা পরিবারের প্রধান ভাষাগুলি হল- গ্রিক, রোমান্স, কেলটিক (Celtic), জার্মানিক (টিউটনিক), টকহেয়ারিয়ান, আনাতোলিয়ান ভাষা, উনবিংশ শতক থেকেই এই ভাষা পরিবারের অন্তর্গত কিছু উপভাষার (dialect) মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করে আসছেন। এর ফলে এর বিবর্তন ঘটে নতুন "Proto-Indo-European" ভাষার উদ্ভব ঘটেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01