welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পশ্চিমবাহিনী নদী

পশ্চিমবাহিনী নদীঃ


নর্মদা (১,৩১২ কি. মি.): অমরকন্টক (১,০৫৭ মি.) পাহাড় থেকে উৎপন্ন হয়ে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্য অবস্থিত গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে পশ্চিমে প্রবাহিত হয়ে ভারুচ বন্দরের কাছে কাম্বে উপসাগরে পড়েছে। নর্মদা জব্বলপুরের কাছে মার্বেল পাহাড় ভেদ করে গভীর খাদ কেটে প্রবাহিত হয়েছে। এই পাহাড় থেকে নামার সময় নর্মদা সুন্দর একটি জলপ্রপাতের (মার্বেল ফলস) সৃষ্টি করেছে।


তাপী বা তান্তী (৭২৪ কি.মি.): মহাদেব পাহাড় (৭৬২ মি.) থেকে উৎপন্ন হয়ে সাতপুরা ও অজন্তা পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে পশ্চিমে সুরাটের কাছে কাম্বে উপসাগরে পড়েছে।


সবরমতী (৪১৪ কি. মি.): আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাট সমভূমির মধ্য দিয়ে কাম্বে উপসাগরে পড়েছে।


লুনি (৪৫০ মি.) ভারতের মরু অঞ্চলের একমাত্র উল্লেখযোগ্য নদী। রাজস্থানের আজমীরের দক্ষিণ-পশ্চিমে নাগ পাহাড়ের কাছে আনাসায়ার হ্রদ থেকে উৎপন্ন হয়ে বালতোরার কাছে হঠাৎ দক্ষিণে বেঁকে কচ্ছের রণে পড়েছে। বর্ষা ছাড়া অন্য সময় লুনির জল কচ্ছের রণে পৌঁছাতে পারে না।


পশ্চিম উপকূলে পতিত অন্যান্য নদীগুলির মধ্যে উত্তরে কঙ্কণে রয়েছে বৈতর্ণ, উলহাস, বশিষ্ট ও সাবিত্রী এবং উত্তর কর্ণাটকে সরাবতী, কালিন্দী, সরস্বতী ও নেত্রবতী বিশেষ উল্লেখযোগ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01