welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জনসংখ্যার জাতিগত গঠন[জনসংখ্যার জাতিগত গঠন]

জনসংখ্যার জাতিগত গঠন [জনসংখ্যার জাতিগত গঠন]


ভূমিকা (Introduction) :

মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষাভাষী মানুষের সহাবস্থান লক্ষ করা যায়। এদের সমন্বয়ে মানবগোষ্ঠী বা মানবজাতি গড়ে ওঠে। ভারতীয় উপমহাদেশেও আমরা নানা ধর্ম, বর্ণ, ভাষাগোষ্ঠীর মানুষকে দেখি। নৃবিজ্ঞানীগণ (Anthropologists) এদেরকে জাতিভিত্তিক গঠন (Ethnic Composition) হিসেবে উল্লেখ করেছেন।

'Ethnic' শব্দের অর্থ হল গোষ্ঠীগত বা জাতিগত। 'Race' শব্দটিকেও আমরা জাতি বলে উল্লেখ করি। এখানে জাতি বলতে এমন একটি গোষ্ঠীকে বোঝায় যার সদস্যসমূহ একই ইতিহাসের অংশীদার এবং একই এলাকার অন্তর্গত বাসিন্দা। এরা একই পরিবেশের ফসল এবং সমান বিপদে উন্মুক্ত। এজন্য দেখা যায় যে, একই জাতির সদস্যগণ একই ধরনের জিন সমবায়ের উত্তরাধিকারী।

জাতি প্রধানত তিন প্রকার হয়:

(a) ভৌগোলিক জাতি একই ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী মানবগোষ্ঠী।

(b) স্থানীয় জাতি: একটি গোষ্ঠী যারা স্থানিক নির্বাচনের চাপে নিজেদেরকে অভিযোজিত করছে এবং

(c) ক্ষুদ্র জাতি: একটি স্থানীয় জাতির অন্তর্গত নির্দিষ্ট গোষ্ঠীসমূহ।

মানুষের জাতিগত বিভাজনে ত্বক, বর্ণ, কেশ, নাসিকা, মস্তকাকৃতি এবং উচ্চতাগত বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01