বিশ্বের ভাষা অনুযায়ী জনসংখ্যা(বিশ্বের ভাষা অনুযায়ী জনসংখ্যা)
ভূমিকা (Introduction):
সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভাষা। সমাজে বসবাস করে বেঁচে থাকার জন্য ভাবপ্রকাশের মাধ্য হাজ ভাষা। পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার ভাষা ও উপভাষার মাধ্যমে মানুষ নিজেদের মনের ভাই করেন। "A dialect is the speech of a community that is an interactive group wh derstand one another and who share similar ideolects pronunciation, vocabulary an অর্থাৎ, উপভাষা হল একটি সম্প্রদায়ের কথা বা উক্তি যা এক-একটি শ্রেণির মধ্যে পারস্পরির জাব্যো আদানপ্রদান ঘটে এবং তাঁরা একে অপরের সঙ্গে সমান চিন্তাধারা নিয়ে সমাজে বাস করেন।
বক্তৃতার একটি ভাষা যার মূল বোধগম্য এর সমস্ত ব্যবহারকারী, উপগোষ্ঠী সহ এর উপগোষ্ঠীগুলি বেশ ভিন্ন উপভাষা রয়েছে৷
ভাষা পরিবার (Linguistic family) বলতে ভাষার একদল বা শ্রেণিকে বোঝায়, যেটি সময়ের সঙ্গে ভালো কোন প্রকৃত মাতৃভাষা থেকে এসেছে তা বোঝায়।