উত্তরের সমভূমি
উত্তরের সমভূমি দু'টি প্রধান ভাগে বিভক্ত (i) উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং (ii) উত্তরবঙ্গের দক্ষিণাংশের সমভূমি।
(i) উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল: বিস্তার- হিমালয়ের পাদদেশে দার্জিলিং জেলা, কোচবিহার ও জলপাইগুড়ির উত্তরাংশ নিয়ে গঠিত উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল।
• ভূমিরূপ- উত্তরবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশের ঢালু সমভূমি অঞ্চল নিয়ে তরাই ও ডুয়ার্স সমভূমি গঠিত হয়। হিমালয়ের পাদদেশে শিলিগুড়ি-জলপাইগুড়ি সমভূমি অঞ্চলে হিমালয় থেকে নেমে আসা নদীগুলির নুড়ি, বালি, পলি ইত্যাদি জমে বিস্তীর্ণ এই সমভূমি অঞ্চলটি সৃষ্টি করেছে।
• তরাই - তিস্তা নদীর ডানদিকের অর্থাৎ পশ্চিমাংশটি তরাই নামে পরিচিত। মূলত শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ির কিয়দংশ ও উত্তর দিনাজপুরের উত্তরভাগ নিয়ে তরাই অঞ্চলটি গঠিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই নিম্নভূমিটির অনেকাংশ জলা, জঙ্গলে পরিব্যপ্ত এবং একটি স্যাতসেতে পরিবেশ সৃষ্টি করেছে।
• ডুয়ার্স - তিস্তা নদীর বামদিকের অর্থাৎ পূর্বদিকের সমভূমি অঞ্চলটি ডুয়ার্স (Doors) নামে পরিচিত। ডুয়ার্স শব্দের অর্থ Door বা দরজা। আসলে উত্তরবঙ্গের সমভূমির সঙ্গে ভূটান যাবার অনেকগুলি প্রবেশ পথ রয়েছে বলেই সম্ভবত ডুয়ার্স নামকরণ। এই সমভূমিটির অধিকাংশ জলপাইগুড়ি জেলায় অবস্থিত। অসংখ্য ছোটো বড়ো নদী দ্বারা এই অঞ্চলটি বিধৌত হয়েছে।
(ii) উত্তরবঙ্গের দক্ষিণাংশের সমভূমি: তিস্তা, তোর্সা, মহানন্দা প্রভৃতি নদীর পলি সঞ্চয়ে এই অঞ্চলটি সমৃদ্ধ। এই অঞ্চলে রয়েছে-
১. তাল: কোচবিহারের দক্ষিণাংশ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার উত্তর-পশ্চিমের অপেক্ষাকৃত নীচু অঞ্চল (গড় উচ্চতা ১৫-২০ মিটার)-এর অন্তর্গত। এই অঞ্চল ধান, পাট ও তামাক চাষের জন্য বিখ্যাত।
২. বারিন্দ: বারিন্দ বা বরেন্দ্রভূমি মহানন্দার পূর্বদিকে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার পূর্ব অংশে প্রাচীন পলি ও ল্যাটেরাইট যুক্ত এক উচ্চভূমি নিয়ে গঠিত। অপেক্ষাকৃত গভীর নদীখাত এবং ছোটো ছোটো টিলা ও ঢেউখেলানো প্রাচীন পলিযুক্ত ভূমি এখানকার ভূমিভাগে বৈচিত্র্য এনেছে।
৩. দিয়ারা: নবীন পলিগঠিত উর্বর এই অঞ্চল মালদহে কালিন্দী নদের দক্ষিণাংশে অবস্থিত।
• উত্তরবঙ্গের সমভূমির বৈশিষ্ট্য: প্রধানত ঢালো বুক প্রকৃতির উত্তর দিকে অপেক্ষাকৃত তরঙ্গায়িত এবং দক্ষিণ দিকে অপেক্ষা করে সুষম ভূপ্রকৃতি, হিমালয় থেকে বয়ে আনা কুলি সঞ্চয়ের গঠিত বলে বেশ উর্বল, তোরাই অঞ্চলে ও দক্ষিণের নির্মভূমিতে স্থানের স্থানের জলাভূমি সৃষ্টি হয়েছে, প্রচুর ছোট বড় নদী দ্বারা সমভূমিটি বিধৌত হয়েছে, ডুয়ার্স অঞ্চলে কিছু কিছু উচ্চভূমি ভাগ ভূমিরূপী ও বৈচিত্র্য এনেছে।