welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পূর্ববাহিনী নদীঃ

পূর্ববাহিনী নদীঃ

মহানদী (৮৪২ কি.মি.): সাতপুরা পর্বতের অমরকন্টকের কাছ থেকে মহানদী উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ ও ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। বৈতরণী ও ব্রাহ্মণী মহানদীর দুটি প্রধান উপনদী।


সুবর্ণরেখা (৪৩৩ কি. মি.): ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে বিহার ও ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বালেশ্বরের কাছে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীর উচ্চপ্রবাহে রাঁচীর কাছে হুডু জলপ্রপাত বিখ্যাত।


গোদাবরী (১,৫৬২ কি. মি.): দক্ষিণ ভারতের গঙ্গা বলে অভিহিত গোদাবরী পশ্চিমঘাট পর্বতে ১,৬০০ মিটার উচ্চতায় উৎপন্ন হয়ে মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। রাজমুদ্রির কাছে গৌতমী, বশিষ্ঠ ওবং বৈতনেয় এই তিনটি শাখায় বিভক্ত হয়ে ব-দ্বীপ সৃষ্টি করে অবশেষে বঙ্গোপসাগরে পড়েছে। ইন্দ্রাবতী, প্রাণহিতা ও মন্ত্রিরা উল্লেখযোগ্য উপনদী।


কৃষ্ণা (১,৪০০ কি. মি.); কৃষ্ণা নদী উৎপন্ন হয়েছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর নামক শৈলশিখর থেকে। কৃষ্ণা পূর্ববাাহিনী হয়ে মহারাষ্ট্র, কর্ণাটক ও অস্ত্রপ্রদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কৃষ্ণার উপনদী ভীমা, তুঙ্গভদ্রা, বেদবতী উল্লেখযোগ্য। কৃষ্ণা নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টি করেছে।


কাবেরী (৮০৫ কি. মি.): কাবেরী নদী কর্ণাটক রাজ্যের কুর্গ জেলার ব্রহ্মগিরি (১,৩৪১ মি.) পাহাড়ে উৎপন্ন হয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কাবেরী নদীর শিবসমুদ্রম জলপ্রপাত উল্লেখযোগ্য। হিমবতী, বেদবতী, সিমসা ও ভবানী কাবেরীর উপনদী। কাবেরী মোহনায় ব-দ্বীপ রয়েছে।


পূর্ববাহিনী অন্যান্য নদীগুলির মধ্যে পেন্নার, পালার, তাম্রপণী, ভাইগাই প্রভৃতি উল্লেখযোগ্য। এই নদীগুলির দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01