welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জনসংখ্যার মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর অন্যান্য দেশে পৌর বসতির সংজ্ঞা :

 জনসংখ্যার মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর অন্যান্য দেশে পৌর বসতির সংজ্ঞা :


পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জনসংখ্যার পরিপ্রেক্ষিতে পৌর বসতি চিহ্নিত করা হয়। যেমন-


(1) ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ডে বসতির জনসংখ্যা 250 জন বা তার বেশি হলে তাকে 'পৌর বসতি' বলে।


(2) আইসল্যান্ডে পৌর বসতির জনসংখ্যা ন্যূনতম হবে 300 জন।


(3) স্কটল্যান্ড, কানাডা, এবং ভেনেজুয়েলাতে 1000 বা তার বেশি জনবসতিযুক্ত এলাকে পৌরবসতি বলে।


(4) ফ্রান্স, আর্জেন্টিনা, পোর্তুগাল দেশে 2000-এর বেশি জনবসতি পৌর বসতির অন্তর্গত।


(5) পৌর বসতির জনসংখ্যা থাইল্যান্ড, যুক্তরাষ্ট্রে 2500 জনের বেশি হয়।


(6) নেদারল্যান্ডে 20,000-এর বেশি জনসংখ্যা বিশিষ্ট বসতিকে পৌর বসতি বলে। 


(7) স্পেন এবং গ্রিসে 10,000 জনের বেশি জনসংখ্যা কোনো বসতিতে বসবাস করলে তাকে পৌর বসতির অন্তর্ভুক্ত করা হয়।


(8) ভারতীয় আদমসুমার অনুসারে পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা হবে 5000 জন।


বিভিন্ন ভৌগোলিকের সংজ্ঞা:


প্রখ্যাত ভৌগোলিক R. B. Mondal-এর মতে, কোনো শহরের লোকসংখ্যা যখন এক লক্ষে পৌঁছায় এখন তাকে নগর নামে অভিহিত করা হয়। প্রকৃতপক্ষে এটি হল শহরের বৃহত্তম রূপ।


Hudson তাঁর রচিত 'A Geography of Settlements' পুস্তকে শহরের সংজ্ঞা দেন। তাঁর মতে একাধিক ছোটো ছোটো শহর ও নগর মিলে মহানগর গঠন করে। Dickension মহানগর বলতে কোনো আঞ্চলিক

 রাজধানীর উল্লেখ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01