welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পশ্চিমবঙ্গে মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব

পশ্চিমবঙ্গে মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব


পশ্চিমবঙ্গ মৌসুমি জলবায়ুর প্রভাবাধীন রাজ্য। ঋতু পরিবর্তনের প্রভাব এখানে মানুষের জীবনে খুব বেশি।

পোষাক-পরিচ্ছদে: শীতকালে শীতবস্ত্র, গ্রীষ্মকালে হাল্কা সুতির পোষাক পরিধেয়।

খাদ্যোপকরণে: শীতকালে ফুলকপি, বাঁধাকপিসহ নানান শাক-সব্জি, নতুন আলু এবং বর্ষাকালে আম, জাম, কাঠাল প্রভৃতি মৌসুমি ফল ছাড়াও সুস্বাদু ইলিশ মাছের যোগান বাঙালির রসনা পরিতৃপ্ত করে।

ফুলের বাহার: শীতকালে ফোটে প্রচুর গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, বাঙালির ফুলের বাগান এই সময় ভরে ওঠে। শরৎকালে কাশ ফুলে সেজে ওঠে প্রকৃতি। বসন্তে কৃরুচূড়া ও পলাশ গাছ ফুলে ফুলে লাল হয়ে যায়। প্রকৃতির আনন্দময় রূপ বাঙালি মনকে মুগ্ধ করে।

খেলাধুলা: শীতকালে মাঠে মাঠে ক্রিকেট ও বর্ষায় বৃষ্টিভেজা মাঠে ফুটবল বাঙালির অতি প্রিয় খেলা।

বিনোদন: শীতে পাড়ায় পাড়ায় জলসায় গান-বাজনা, নাচ-আবৃত্তি প্রভৃতি সংস্কৃতিমনস্কতার পরিচয় পাওয়া যায়। এই সময়ে ঝড়-বৃষ্টি থাকে না বলে নির্বিঘ্নে অনুষ্ঠানগুলি সম্পন্ন হয়।

ধর্মীয় ও সামাজিক উৎসব: শরৎকালে দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড়ো উৎসব। অনেক সময় ইদের চাঁদও দেখা যায়। রমজান ও দুর্গাপূজার ঋতু শরৎ-হেমন্ত। বাঙালি ছেলেমেয়ে নতুন পোষাকে সেজে ওঠে।

বাঙালির স্বাচ্ছন্দ্যবোধ: গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে পাখা, বাতানুকূল যন্ত্রের ব্যবহার বেড়ে যায়। বর্ষায় ছাতা ও রেনকোট নিয়ে বের হতে হয়। শীতের নরম রোদে গা গরম করতে ভালো লাগে। বসন্তে উত্তরে ঠান্ডা হাওয়াকে সরিয়ে দখিনা বাতাসের আগমনে এক আরামদায়ক স্বচ্ছন্দ্য পরিবেশ গড়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01